Status

নৌপথে নিরাপদজনিত মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাহে রমজানকে সামনে রেখেই নৌপথে শৃঙ্খলা ও নিরাপত্তা জনিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি বিকেলে দৌলতদিয়া ট্রাক টার্মিনাল চত্বরে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

ফরিদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার আব্দুল আল মামুনের সভাপতিত্বে দৌলতদিয়া নৌ ফাঁড়ির ইনচার্জ এনামুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম, দৌলতদিয়া ইউপি বিএনপির সভাপতি খালেক বেপারী, সাধারণ সম্পাদক মো. আমিন সরদার, সাবেক সভাপতি মহন মন্ডল, হকার্স কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বেনজির আহম্মেদ বিলাশ, হকার্স সমবায় সমিতির সাধারণ সম্পাদক লালটু মন্ডল প্রমুখ।

 

এসময় ফরিদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার আব্দুল আল মামুন বলেন, সূরা নিসা ৮৫ নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলছেন কেউ যদি ভালো কাজে সহযোগিতা করে সে কল্যাণের ভাগিদার হবে। সে যদি মন্দ কাজে সহযোগিতা করে তবে সে শাস্তির অংশীদার হবে। আল্লাহ সব বিষয়ে নজর রাখেন।

 

 

Source link

Back to top button