Facebook Bio Status

নেপালে শক্তিশালী ভূমিকম্প


শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। স্থানীয় সময় শুক্রবার ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল সিন্ধুপালচক জেলায়। খবর এনডিটিভির।

স্থানীয় সময় মধ্যরাত ২টা ৫১ মিনিটে সিন্ধুপালচক জেলার ভৈরবকুণ্ড এলাকায় ভূমিকম্পটি আঘাত হেনেছে বলে জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্র নিশ্চিত করেছে।

নেপালের বিভিন্ন স্থানে বিশেষ করে পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলে মধ্যরাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারত, তীব্বত এবং চীনের সীমান্তবর্তী অঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

তবে ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এর আগে চলতি বছরের শুরুতেই রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। সে সময় ভয়-আতঙ্কে লোকজন নিজেদের বাড়ি-ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে।

সে সময় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চীনের তিব্বতের পার্বত্য সীমান্তে নেপালের লোবুচের কাছে। ভূমিকম্পের সময় কাঠমান্ডুর লোবুচে থেকে প্রায় ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) দক্ষিণ-পূর্বের ভবনগুলো কেঁপে উঠেছে।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button