নেত্রকোনায় পাহারাদারকে হত্যা করে ৭ গরু নিয়ে গেলো দুর্বৃত্তরা


নেত্রকোনার দুর্গাপুরে মো. জয়নাল মিয়া (৬৫) নামে খামারের এক পাহারাদারকে হত্যা করে সাতটি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ মার্চ) দিনগত রাতে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গোদারিয়া এলাকার মাহবুবুল হকের ফার্মে এ ঘটনা ঘটে।

জয়নাল মিয়া একই ইউনিয়নের পুকুরিয়াকান্দা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জয়নাল মিয়া দুই মাস ধরে ওই গরুর খামারে পাহারাদার হিসেবে কাজ করতেন। সেখানে আরও দুজন কর্মচারী কাজ করেন। বুধবার রাত ১১টার দিকে হেলাল নামের একজন পাহারাদার দিনের ডিউটি শেষ করে জয়নালকে রাতের ডিউটি বুঝিয়ে দিয়ে বাড়ি চলে যান। সকালে হেলাল কাজে ফিরে জয়নালের কাছ থেকে দায়িত্ব বুঝে নিতে চান। কিন্তু তাকে নির্ধারিত স্থানে খুঁজে পাওয়া যায়নি। একপর্যায়ে গরুর খড়ের ঘরের খুঁটির সঙ্গে জয়নালের হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। পরে হেলাল খামারের মালিকসহ আশপাশের মানুষকে বিষয়টি জানান। তারা এসে জয়নালের মরদেহ দেখতে পান।

খামার মালিক মাহবুবুল হক বলেন, দুর্বৃত্তরা খামারে পাহারাদার জয়নালকে হত্যা করে ১১টির গরুর মধ্যে সাতটি গরু নিয়ে গেছে। যারা এ ঘটনা সঙ্গে জড়িত তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) আল-ইমরানুল আলম বলেন, জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এইচএম কামাল/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version