নীলফামারীর খোকশাবাড়ী ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা

‘বাল্যবিবাহ বন্ধ করি, শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ি’ এই শ্লোগানকে নিয়ে নীলফামারী জেলা সদরের খোকশাবাড়ী ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা ও উদযাপন অনুষ্ঠান বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

 

খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশান্ত রায়।


ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া অফিসের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার অনুকূল চন্দ্র বর্মণের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলাম, সহসভাপতি আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম সহিদ, জামায়াতে ইসলামীর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মুফতি আলমগীর, সদস্য আব্দুল আজিজ, খোকশাবাড়ী পিএফএ শিশু ফোরামের সভাপতি ওসমান গনি, প্রোগ্রাম অফিসার ডেভিড বাক্সে প্রমুখ।

 

পরে শিক্ষামূলক ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভাওয়াইয়া শিল্পী ফারুক ভূঁইয়া ও তার দল সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, ধর্মীয় নেতৃবৃন্দ, ভিজিলেন্স টিম, শিশু ফোরাম, যুব ফোরাম, অভিভাবকবৃন্দ ও ইউনিয়ন পরিষদের মেম্বার ও মহিলা মেম্বাররা উপস্থিত ছিলেন।


ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার অনুকূল চন্দ্র বর্মণ জানান, বাল্য বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক, সভা, কর্মশালা, ক্যাম্পেইন, নাটক প্রদর্শনসহ বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন ও চলমান রয়েছে। গত বছর গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ও যুব ফোরাম কর্তৃক প্রায় ১১ জন কিশোরীর বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। কমিউনিটি পর্যায়ে শিশু সুরক্ষা এবং বাল্য বিবাহ বন্ধে কিশোর-কিশোরী ও অভিভাবকদের সচেতনতা মূলক কার্যক্রম ২০১১ সাল থেকে অব্যাহত রয়েছে।

Source link

Exit mobile version