নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেফতার


দেশে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের অন্তত ৩৬ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে সংগঠনটির অন্যতম সংগঠক সাইফুল ইসলাম রয়েছেন।

ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সামনে নিষিদ্ধ সমাবেশে অংশ নেওয়া সদস্যদের ধরতে পুলিশ দেশব্যাপী অভিযান চালাচ্ছে। ২০০৯ সালে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সংগঠনটি নিষিদ্ধ হয়।

শনিবার (৮ মার্চ) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

]তিনি জানান, আমরা সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছি। ইতোমধ্যে হিযবুত তাহরীরের অনেক সদস্যকে শনাক্ত করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে তাদের গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা হয়েছে।

এমইউ/জেএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version