নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের আরও চার সদস্য গ্রেফতার


নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের আরও চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেফতাররা হলেন- মো. হেলাল উদ্দিন (৪৫), আসাদুজ্জামান নুর (১৮), তানিম সিকদার সিহাব (১৮) ও আহমেদ নাসিফ করিম ওরফে কাব্য (১৮)।

শনিবার (৮ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তালেবুর রহমান বলেন, শুক্রবার (৭ মার্চ) আনুমানিক দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও উত্তরখান এলাকায় সিটিটিসির একাধিক টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতাররা নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন এবং তাদের কাছে থেকে জব্দ করা আলামত থেকে প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গেছে। গ্রেফতারদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলার ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গ্রেফতারদের অন্যান্য সহযোগীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিটিটিসির প্রচেষ্টা অব্যাহত বলেও জানান এই কর্মকর্তা।

এদিকে এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় অভিযান পরিচালনা করে হিযবুত তাহরীরের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

সেসময় জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর শুক্রবার (৭ মার্চ) বায়তুল মোকাররম মসজিদ এলাকায় ‘মার্চ ফর খিলাফাহ’ নামক একটি সমাবেশ পালন সংক্রান্ত গোপন পরিকল্পনা করছে। এই তৎপরতা প্রতিরোধের উদ্দেশে সিটিটিসির আভিযানিক দল উত্তরা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে।

এরপরও শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে ‘মার্চ ফর খিলাফাহ’ নাম দিয়ে মিছিল বের করেন হিযবুত তাহরীরের নেতাকর্মীরা। সেসময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

কেআর/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version