নিবন্ধন ছাড়াই ট্যাং তৈরি, কারখানা সিলগালা করে লাখ টাকা জরিমানা


লক্ষ্মীপুরে নিবন্ধন ছাড়াই খাদ্যদ্রব্য ট্যাং উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২ মার্চ) বিকেলে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের মৌলভির হাটে এ অভিযান পরিচালনা করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা আদালত পরিচালনা করেন। এসময় ‘তাহা মি অরেঞ্জ’ নামে ট্যাং উৎপাদন প্রতিষ্ঠানকে সিলগালা করে দেওয়া হয় ও মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে কমলনগর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ রিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, তাহা মি অরেঞ্জ প্রতিষ্ঠানটির নিবন্ধন নেই। তারা অনিবন্ধিত অবস্থায় খাদ্যদ্রব্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ ও বিক্রয় করে দণ্ডনীয় অপরাধ করেছে। এতে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী আমজাদ হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে। ওই প্রতিষ্ঠান থেকে তৈরিকৃত খাদ্যদ্রব্যের নমুনা বিএসটিআইয়ের ল্যাবে পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়।

ইউএনও জামশেদ আলম রানা জানান, রমজান মাসকে ঘিরে ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

কাজল কায়েস/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version