নিজেকে প্রকাশ্যে ‘ইহুদিবাদী’ ঘোষণা করলেন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজেকে প্রকাশ্যে ‘ইহুদিবাদী’ বা জায়োনিস্ট হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, কানাডার কোনো নাগরিকেরই নিজেকে ইহুদিবাদী হিসেবে পরিচয় দিতে ভয় পাওয়া উচিত নয়। তাঁর মতে, ‘জায়োনিস্ট’ শব্দটি ইহুদি জনগণের অধিকারের প্রতীক, যা ক্রমশ ভুলভাবে উপস্থাপিত হচ্ছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ মার্চ) জাতীয় ইহুদি-বিদ্বেষ মোকাবিলা ফোরামে এক ভাষণে ট্রুডো এই মন্তব্য করেন। তিনি বলেন, ইহুদিবাদীদের প্রতি বৈষম্য এবং ইহুদি-বিদ্বেষের বিরুদ্ধে দাঁড়ানো এখন সময়ের দাবি। বিশ্বজুড়ে ইহুদি সম্প্রদায়ের ওপর ক্রমবর্ধমান বৈষম্য এবং নেতিবাচক প্রচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বক্তব্যে ট্রুডো বলেন, ‘জায়োনিস্ট’ শব্দটি ইহুদি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারে বিশ্বাসী হওয়ার অর্থ বহন করে। তবে এটি আজকাল নেতিবাচকভাবে ব্যবহার করা হচ্ছে, যা ঠিক নয়। তিনি এও বলেন, ইহুদিবাদ মানেই ইহুদি জনগণের নিজস্ব ভবিষ্যৎ নির্ধারণের অধিকারকে স্বীকৃতি দেওয়া— এবং এটি সমর্থন করা লজ্জার কিছু নয়।
নিজেকে ‘জায়োনিস্ট’ ঘোষণা করে ট্রুডো বলেন, ‘আমি একজন জায়োনিস্ট। এবং কানাডার কারোরই নিজেদের ইহুদিবাদী পরিচয় দিতে ভয় পাওয়া উচিত নয়। ইহুদি জনগণের অধিকার রক্ষা করা মানবাধিকারেরই অংশ।’ তিনি বলেন, ইহুদি সম্প্রদায়ের সমর্থনে দাঁড়ানো মানে সকল সম্প্রদায়ের অধিকারের পক্ষে অবস্থান নেওয়া।
ট্রুডোর এই বক্তব্য কানাডাসহ আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন প্রতিক্রিয়া তৈরি করতে পারে। অনেকেই তাঁর এই ঘোষণাকে ইহুদি সম্প্রদায়ের প্রতি সংহতির প্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটের আলোকে কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করছেন। তবে তাঁর স্পষ্ট বার্তা হলো— ইহুদি জনগণের অধিকারের প্রতি সমর্থন কোনোভাবেই লজ্জার বিষয় নয়, বরং এটি ন্যায়বিচারেরই অংশ। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি