Status

নিকলীর ধনু নদীতে বিএনপি নেতার চাঁদাবাজি

কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের সিংপুর বাজারে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা বালুবাহী বুলগেট সন্ধ্যা বেলা সিংপুর বাজারে রাত্রি যাপনের জন্য নোঙ্গর করে। এসময় পথে ধনু নদীতে বালুবাহী বুলগেট পাথরবাহী একটি বুলগেটের সাথে সংর্ঘস হয়। তবে এতে কোনো আহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

বুগেটের মালিক এনামুল হক জানান, দুই বুলগেটের সংর্ষের জেরে পাথরবাহী বুলগেটের লোকজন আমার মাঝি রাতুলকে মারধর করে। এ বিষয়টিকে কেন্দ্রকরে নিকলী উপজেলার মধ্যে টেংগুরিয়া হাটির রবু মিয়ার ছেলে সিংপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া এবং একেই গ্রামের ইসরাইল মিয়ার ছেলে হামিদ মিয়া দুজন মিলে মাঝি রাতুলকে তুলে নিয়ে যায় এবং রাতুলের মোবাইল বন্ধ করে রাখে। প্রায় দুই ঘণ্টা পড়ে মোবাইলটি সচল পাওয়া যায়। রাতুল জানায়, মানিক ও হামিদ তাকে তুলে নিয়ে যায়। কিছুক্ষণ পরে মানিক আমার বিকাশ থেকে ২০ হাজার টাকা নিয়ে রাতুলকে ছেড়ে দেয়। গতকাল সকালে বুলগেট থেকে ২০০ লিটার ডিজেল নিয়ে যায় মানিক ও হামিদ। যার বাজার মূল্য ২২ হাজার টাকা।

এবিষয়ে সার্কেল বাজিরপুর এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদককে মোবাইলফোনে বিষয়টি অবহিত করেছি।

বিষয়টি সম্পর্কে স্থানীয় লোকজন নাম পরিচয় গোপন রাখার শর্তে জানান, বুলগেটের লোকটিকে ধরে নিয়ে যাওয়ার পর বুলগেটের লোকদের চিৎকার শুনেছি এবং সকাল বেলা বুলগেট থেকে ডিজেল নিয়ে গেছে তা আমদেরকে জানানো হয়েছে। কে বা কারা বুলগেটের লোককে তুলে নিয়ে টাকা আদায় করেছে এবং ডিজেল নিয়ে গেছে এমন প্রশ্নে সাধারণ লোকজন বলেন, মানিক এবং হামিদের নাম আমরা শুনেছি। বয়স্ক একজন জানান, শুনেছি মানিক এখন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কিন্তু কী ভাবে হলো? ৬৩ দিন কারাবরন করেও খোকন বিএনপির পদ পায় না। আওয়ামী লীগের আমলে সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের ছেলে এমপি তৌকিকের সাথে নৌকার পক্ষে নির্বাচন করেছে। আওয়ামী লীগের আমলে নদীতে বালু ও জলমহলের ইজারাদার ছিল। এখন সেই মানিক বিএনপির নেতা হয়ে নদীর ইজারাদার, ইটনা মিঠামইনের লোকজন তাকে কালা মানিল থেকে বালু মানিক হিসেবে বেশি জানে। আগে ধনু নদীতে বালু উঠাতো দিনে এখন উঠায় রাতে। নিকলী উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. বদরুল মোমেন মিঠু মুঠোফোনে জানান, এনামুল নামের একজন আমাকে ঘটনাটি জানিয়েছেন। নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আইনি ব্যাবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে কথা বলতে মানিকের মোবাইলে ফোন করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

Source link

Leave a Reply

Back to top button