Status

নিকলীতে ৩ কোটি টাকায় গরুর হাট ইজারা

কিশোরগঞ্জের নিকলী উপজেলার সাতটি ইউনিয়নের ১০টি হাট-বাজার ইজারা প্রদান করা হয়। এতে শিডিউল ক্রয় করে বিভিন্ন গ্রামের ৭৪ জন ইজারাদার। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা হল রুমে এটি প্রকাশ করা হয়।
ঐতিহাসিক গরুর হাট আটার বাড়িয়ার গুপিরায়ের হাট। এ বাজারটি ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতি বুধবার এই হাট বসে। এতে দেশের কয়েক জেলা থেকে এ হাটে গরুর পাইকার ও ক্রেতারা আসেন। প্রতি হাটে কোটি টাকার গরু-ছাগল বিক্রয় হয়। শিডিউল প্রকাশ অনুষ্ঠানে হাটবাজার ইজারা প্রদান কমিটির ৩ সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার, উপজেলা ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম, উপজেলা সমাজ সবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির প্রথমে ছোট বাজার গুলোর সর্বোচ্চ দর যারা দিয়েছেন তাদের নাম প্রকাশ করা হয়। উপস্থিত সকলের দৃষ্টি ছিল আটার বাড়িয়া গুপিরায়ের গরুর হাটের দিকে। সবশেষে উপজেলা নির্বাহী অফিসার গরুর হাটের সর্বোচ্চ দর দাতা আটার বাড়িয়া গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে আলী জমশেদের নাম প্রকাশ করেন। ৩ কোটি ১ লাখ ৫০ হাজার ৮০০ টাকার শিডিউল জমাদেন। খোঁজ নিয়ে জানা যায় অন্যান্য বছর অনেক কমে বাজারটি স্থানীয় আওয়ামী লীগের লোকেরা ইজারা নিয়েছেন।
এ বিষয়ে জনাব জমশেদ জানান, দীর্ঘদিন যাবত এ বাজারের বিরাট অংকের টাকা সরকারকে রাজস্ব্য থেকে বঞ্চিত করেছে একটি মহল। তাকে উন্মোচিত করার লক্ষ্যে আমি ৩ কোটি টাকা দিয়ে বাজার নিয়েছি। যদি সরকার ভূমি অধিকরণ করে বাজারটিকে সম্প্রসারিত করে তবে প্রতিবছর আরো অধিক রাজস্ব্য পাবে সরকার। এতোদিন আওয়ামী লীগের একটি শক্তিশালী মহল তাদের নিয়ন্ত্রণে রেখেছিল বাজারটি। আজ তাদের বলয় থেকে এ বাজারটি মুক্ত হলো। বাজারের নামে কোটি কোটি টাকা বাণিজ্য করেছে কতিপয় মানুষ।

Source link

Leave a Reply

Back to top button