নিউমোনিয়ায় আক্রান্ত পোপ ফ্রান্সিস, শ্বাসকষ্টে ভুগছেন

পোপ ফ্রান্সিস গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দুই সপ্তাহ ধরে রোমের জেমেলি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। শ্বাসকষ্টের জটিলতা বেড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ভ্যাটিকান। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থার উন্নতি হবে কি না, তা বুঝতে আরও ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগবে।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১ মার্চ) পোপের শ্বাসকষ্টের মাত্রা হঠাৎ বেড়ে যায় এবং তিনি বমি করতে শুরু করেন। চিকিৎসকরা জানান, তার ফুসফুস থেকে তরল পদার্থ বের করতে হয়েছে, যা শ্বাসপ্রশ্বাসের কষ্টকে আরও বাড়িয়ে তুলেছিল। বর্তমানে তাকে বিশেষ ধরনের ফেস মাস্কের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে, যাতে তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারেন। ভ্যাটিকানের পক্ষ থেকে জানানো হয়েছে, যদিও পোপ ফ্রান্সিস এখনও সজাগ এবং সক্রিয় রয়েছেন, তবে তাকে এখনো বিপদের বাইরে বলা যাচ্ছে না।

 

৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিস এর আগেও ফুসফুস সংক্রান্ত একাধিক সমস্যায় ভুগেছেন। ব্রংকাইটিস ও নিউমোনিয়ার কারণে শ্বাসকষ্টের সমস্যা দীর্ঘদিন ধরেই তাকে কষ্ট দিচ্ছে। এবারকার নিউমোনিয়া সংক্রমণ বেশি গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে ‘আইসোলেশনে’ রেখে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। এটি ২০১৩ সালে পোপ হওয়ার পর থেকে তার দীর্ঘতম হাসপাতাল ভর্তি থাকা, যা তার শারীরিক অবস্থার গুরুত্বকে তুলে ধরে।

 

ভ্যাটিকানের মুখপাত্র জানান, পোপের সুস্থতা নিশ্চিত করতে চিকিৎসকরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে চিকিৎসা কতটা কার্যকর হচ্ছে, তা জানতে আরও সময় লাগবে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও, তিনি এখনও পুরোপুরি সুস্থতার পথে আছেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

 

বিশ্বব্যাপী ক্যাথলিক ধর্মাবলম্বীরা পোপের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন। ভ্যাটিকানের চিকিৎসক দল সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে, যাতে তার অবস্থার আরও অবনতি না ঘটে। পোপ ফ্রান্সিসের বর্তমান শারীরিক অবস্থা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে এবং সবাই তার দ্রুত সুস্থতা কামনা করছে। তথ্যসূত্র : বিবিসি, রয়টার্স

Source link

Exit mobile version