Facebook Bio Status

নারী ও শিশুদের প্রতি সহিংসতা-নিপীড়ন উদ্বেগজনক: সালাহউদ্দিন


বর্তমানে দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা ও নিপীড়নের ঘটনা অনেক উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্রদল আয়োজিত ‘অদম্য নারী-শক্তিতে অজেয়’ শীর্ষক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে দেশে নারী ও শিশুদের প্রতি যেভাবে সহিংসতা-নিপীড়ন বাড়ছে, তা অনেক উদ্বেগজনক। সরকারকে অবশ্যই এসব কর্মকাণ্ড কঠোর হাতে দমন করতে হবে। নয়তো দেশের ভাবমূর্তি দেশ-বিদেশে ক্ষুণ্ন হবে।

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকার ও আইনপ্রয়োগকারী সংস্থার প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রতিটি ঘটনার রহস্য উন্মোচন করুন। এর মধ্যে পতিত ফ্যাসিবাদের কোনো কারুকার্য-কারসাজি-চক্রান্ত আছে কি না, তা বের করুন। বাংলাদেশের পরিস্থিতি যাতে আর কোনোভাবেই অস্থিতিশীল হতে না পারে, দেশের ভাবমূর্তি যাতে দেশ-বিদেশে ক্ষুণ্ন না হয়; সেদিকে আপনারা লক্ষ্য রাখুন। কঠোর হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন বলেন, নারীরা সকল গণতান্ত্রিক সংগ্রামে এগিয়ে ছিল। তাই আমাদের দলের ৩১ দফায়ও প্রতিশ্রুতি আছে নারীর ক্ষমতায়ন করা হবে সাংবিধানিকভাবে, আইনিভাবে। সংসদে নারীদের অংশগ্রহণ বাড়ানোর পথে আমরা এগিয়ে যাবো।

ছাত্রদল দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিএনপি ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ঢাবি শাখা ছাত্রদল সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বক্তব্য রাখেন।

কেএইচ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button