নারীর নিরাপত্তাহীনতা আমাদের জন্য লজ্জাজনক: আখতার হোসেন


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, সারাদেশে কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান এমনকি পারিবারিক পরিমণ্ডল কোথাও নারীর কোনো নিরাপত্তা নেই। বিষয়টি সামগ্রিকভাবে জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাজনক।

শনিবার (৮ মার্চ) রাতে মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার শিশুকে সিএমএইচে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আখতার বলেন, দেশের ধর্ষণ এবং অন্যান্য অপরাধে বিচারহীনতার যে সংস্কৃতি দেখা দিয়েছে তাতে অপরাধীরা আরও অপরাধ করার সুযোগ পাচ্ছে। এনসিপির পক্ষ থেকে সরকারের কাছে আহ্বান জানাই, আছিয়াসহ সব ধর্ষণ-চুরি-ছিনতাইয়ের ঘটনার বিচার চাই। অপরাধীদের অতি দ্রুত আইনের আওতায় এনে যেন বিচার করা হয়।

তিনি বলেন, যদি আইনের শাসন নিশ্চিত করা সম্ভব হয়, ন্যায়বিচারের সংস্কৃতিকে নিশ্চিত করা সম্ভব হয়, ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের বিচার দ্রুত করা সম্ভব হয় তাহলে অপরাধীরা নিবৃত হবে।

আখতার হোসেন বলেন, বাংলাদেশের বিচারালয়ে বিচারক সংকট রয়েছে। নারী ও শিশু যে আদালতগুলো রয়েছে হাজার হাজার মামলায় একজন বিচারকের অধীনে রয়েছে। এরকমভাবে বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়। আমরা চাই আমূল সংস্কারের মধ্যদিয়ে পরিবর্তন করা হয়। যতগুলো ধর্ষণ মামলা আছে সেগুলো জন্য দ্রুত মে বিচারের কাজ শেষ করা হয় সে বিষয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

এনএস/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version