Status

নারীদের বোরখা পরার আহ্বান অহনার

এবার সবাইকে বোরকা পরার আহ্বান জানালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। সম্প্রতি নতুন একটি আউটলেট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

অহনা বলেন,’আমার কাছে একটু ঢিলেঢালা পোশাক সব সময়ই ভালো লাগে। একটু ফ্যাশনেবল, একটু কমফোর্টেবল বোরকা যারা পরতে চান, তারা নাজাতের শোরুমে ঘুরে যেতে পারেন। আপনারা আসেন ভালো লাগবে।’এসময় বোরকা পরে খুব ভালো লাগছে বলেও জানান এই অভিনেত্রী।

 

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন অহনা। করেছেন ওমরাহ পালন।ঘোষণাও দিয়েছেন আপাতত নিজেকে শোবিজ থেকে দূর রাখার।

Source link

Back to top button