নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী কাদির সিপাই গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লার ত্রাস শীর্ষ সন্ত্রাসী কাদির সিপাই (৪৬)কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার রাতে সদর থানার দুধ বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গতকাল বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১এর উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম।
র‌্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে তারা জেনেছেন এই শীর্ষ সন্ত্রাসী ফতুল্লা থানার উত্তর গোপালনগর এলাকার প্রভাবশালী ও বক্তাবলী ইউনিয়নের আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক সামেদ আলীর প্রধান সহযোগী হিসেবে এলাকাব্যাপী পরিচিত। মূলত সামেদ আলীর ছত্রছায়ায় ভয়ঙ্কর এই কাদির সিপাই তার দলবল নিয়ে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চাঁদাবাজি, দখলবাজি ও প্রতিপক্ষের উপর হামলাসহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। বক্তাবলীর এই গ্রুপটি এক আতঙ্কের নাম। ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তন হবার পর হতে গ্রেফতারকৃত আসামি কাদির সিপাই আত্মগোপনে চলে যায়। তার বিরুদ্ধে ফতুল্লা, সদর, বন্দর, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জের সিরাজদিখাঁন থানায় হত্যা, ডাকাতি, হুমকি, চাঁদাবাজি, নাশকতা, হত্যাচেষ্টা ও মারামারিসহ মোট ২৮টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব ।

Source link

Exit mobile version