নাটোরে ইউপি সদস্যকে লক্ষ্য করে গুলি


নাটোরের লালপুরে ঈদগাহ নিয়ে দ্বন্দ্বের জেরে মোজাহার হোসেন নামের এক ইউপি সদস্যকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পালিদাহ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার পালিদাহ ঈদগাহ মাঠ নিয়ে ঈশ্বরদী ইউনিয়নের ৪ নম্বর ইউপি সদস্য মোজাহার হোসেনের সঙ্গে একই ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সোহেলের দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে রোববার (২ মার্চ) সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। বৃহস্পতিবার বিকেলে মোজাহার হোসেন বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হচ্ছিলেন। এসময় দুটি মোটরসাইকেলে কয়েকজন যুবক আগ্নেয়াস্ত্র হাতে মোজাহার হোসেনকে টার্গেট করেন। বিষয়টি দেখতে পেয়ে মোজাহার তার মোটরসাইকেল ফেলে চিৎকার করে শুয়ে পড়েন।

এসময় গ্রামবাসী এগিয়ে এলে এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তদের একটি মোটরসাইকেল জব্দ করে গ্রামবাসী। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, তিনি বিষয়টি শুনেছেন। তবে এখনো কোনো অভিযোগ পাননি।

রেজাউল করিম রেজা/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version