Status

নবীন লেখকদের সংবর্ধনা দিলো ঢাবি ছাত্রশিবির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন লেখকদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এতে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী, যাদের মৌলিক গ্রন্থ ২০২৩, ২০২৪ এবং ২০২৫ সালে প্রকাশিত হয়েছে, তাদের ক্রেস্ট ও নগদ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

 

 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে নবীন লেখকগণ তাদের প্রকাশিত বইয়ের বুক রিভিউ উপস্থাপন করেন এবং ছাত্রশিবিরের প্রতি তাদের প্রত্যাশার কথা জানান।

 

 

‘জুলাই ও একটি লাল মাশরিক’ বইয়ের লেখক জয়েনউদ্দীন সরকার তন্ময় বলেন, “নবীন লেখকদের নিয়ে ছাত্রশিবিরের এই আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখালেখির প্রতি উৎসাহিত করবে।”

 

 

‘হাজার রঙের ক্যানভাস’ বইয়ের লেখক ফাহমিদুল হাসান বলেন, “আমরা শিবিরের কাছে প্রত্যাশা করি, শিবির নবীন লেখকদের নিয়ে কর্মশালা আয়োজন করবে, ভালো মানের সাহিত্য পত্রিকা প্রকাশ করবে এবং লেখকদের গ্রুমিং করবে।”

 

 

অন্যান্য বক্তারা নবীন লেখকদের সাহস জোগানোর পাশাপাশি গ্রাম পর্যায়ে পাঠাগার প্রতিষ্ঠা, পাঠচক্র পরিচালনা এবং যুগোপযোগী লেখালেখির প্রতি গুরুত্বারোপ করেন।

 

 

 

অনুষ্ঠানের সঞ্চালক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক মিফতাহুল হোসাইন আল মারুফ বলেন, “ছাত্রশিবির একটি শিক্ষার্থী বান্ধব সংগঠন। নবীন লেখকদের আজকের এই সংবর্ধনার মাধ্যমে আমাদের যাত্রা শুরু হলো। আমরা নবীন লেখক তৈরি করতে দেশের স্বনামধন্য কবি, প্রাবন্ধিক ও সাহিত্যিকদের নিয়ে বিভিন্ন আয়োজন করবো।”

 

 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি এসএম ফরহাদ বলেন, “নবীন লেখকদের নিয়ে আমাদের সাহিত্য বিভাগের অনেক পরিকল্পনা রয়েছে। সংবর্ধনার মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। ভবিষ্যতে প্রকাশক-লেখকদের মতবিনিময় সভা, প্রবীণ ও নবীন লেখকদের নিয়ে কর্মশালা এবং বই প্রকাশের প্রতিবন্ধকতা কমানোর জন্য কাজ করবো, ইনশাআল্লাহ।

 

 

প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “লেখকরা সমাজের সামষ্টিক প্রতিনিধি, যারা অতীত ও বর্তমানকে লেখার মাধ্যমে তুলে ধরেন। লেখালেখি একটি সদকায়ে জারিয়ার কাজ এবং সমাজের চিন্তার গঠনে লেখকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”

Source link

Leave a Reply

Back to top button