Status

নন-এমপিও শিক্ষকদের প্রধান উপদেষ্টা বরাবর পদযাত্রা ও স্মারকলিপি প্রদান

 

নন-এমপিও প্রতিষ্ঠানকে এমপিওভুক্তকরণের দাবিতে নন এমপিও সংগঠনের মোর্চা সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ শিক্ষকরা লাগাতার কর্মসূচির ৮ম দিন পালন করেন এবং প্রধান উপদেষ্টা বরাবর পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করেন । রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে সকল নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এই কর্মর্সচি পালন করেন বলে লিখিত বিজ্ঞপ্তিতে জানান অধ্যক্ষ মোঃ মুমিনুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক জিএস নাজিম উদ্দিন আলম ।

আব্দুস সালাম পিন্টু বলেন, দেশের সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা সময়ের দাবি। শিক্ষার মান উনয়ন্ন ও মানবিক কারণে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো একযোগে এমপিওভুক্ত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই। চরম বৈষম্যের স্বীকার ননএমপিও স্বীকৃতি প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণ। আমার বিশ্বাস দীর্ঘদিনের মানবেতর জীবন যাপনের অবসান ঘটিয়ে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করে শিক্ষক, কর্মচারী,ছাত্রছাত্রী- অভিভাবক এবং এলাকাবাসীর মুখে হাসি ফুটাবেন ।

নাজিম উদ্দিন আলম বলেন, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান একই নিয়মে চলে। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারিরা সরকারি বেতন ভাতাদি পান । আর নন-এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারিরা সরকারি বেতন ভাতাদি পান না । একই দেশে দুই নীতি চলতে পারে না । এটা চরম বৈষম্য এই বৈষম্য দূর করে শিক্ষকদের সীমাহীন কষ্টের কথা চিন্তা করে স্বীকৃতি প্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার জন্য সরকারের নিকট দাবি জানাচ্ছি । সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল সেলিম মিয়া বলেন , দীর্ঘ ২০-২৫ বছর ধরে বিনা বেতনে কেউ চাকরি করতে পারে না । আমরা মনে করি নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সামাজিক মর্যাদা ও সীমাহীন কষ্টের কথা চিন্তা করে এমপিও নীতিমালা ২০২১ এর নীতিমালা বাতিল করে স্বীকৃতিই শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির একমাত্র নীতিমালা কার্যকর সকল স্বীকৃতি প্রাপ্ত চলমান শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করার দাবি জানান। নন -এমপিও মুখ্য সংগঠক প্রিন্সিপাল মোঃ দবিরুল ইসলাম বলেন , নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের বেতন প্রদান রাষ্ট্রের দায়িত্ব । নন -এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত দাবি যৌক্তিক এবং মানবিক। এসময় আরও বক্তব্য রাখেন মুখ্য সমন্বয়ক মোঃ নাজমুস সাহাাদাত আজাদি, সাংগঠনিক সমন্বয়ক প্রিন্সিপাল মোঃ মুমিনুল হক , যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক ইমরান বিন সোলাইমান , সমন্বয়ক প্রিন্সিপাল আব্দুস সালাম, প্রিন্সিপাল বাকিবিল্লাহ, আবু বকর মোঃ এরশাদুল হক ,হাবিবুর রহমান বাবুল , সুপার মোঃ ফরহাদ হোসেন বাবুল , মোঃ রায়হান কবির মিঠুসহ অনেকে।

Source link

Back to top button