নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভ‚ক্তকরণের দাবীতে ১০ দিন লাগাতার অবস্থান

নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ১০ দিন ধরে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে নন-এমপিও সংগঠনের মোর্চা “সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’’। মঙ্গলবার (০৪ মার্চ) পরিষদের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মো. সেলিম মিয়ার সভাপতিত্বে ১০ম দিনের লাগাতার অবস্থান কার্যক্রম শুরু হয়। গত ২৭ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় এক শিক্ষক মৃত্যুবরণ করায় এদিন গায়েবানা জানাজা করেন আন্দোলনকারী শিক্ষকরা।
ভোলা সদর উপজেলার নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান বালিয়ারহাট বন্ধুজন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন গত ২৭ ফেব্রুয়ারি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি নন-এমপিও থাকার কারণে চরম আর্থিক অভাব-অনটনের মধ্যে সুচিকিৎসা থেকে বঞ্চিত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুর সময় স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে যান।
আজ তার মৃত্যু স্মরণে ঢাকা জাতীয় প্রেসক্লাবে অবস্থান কর্মসূচিস্থলে গায়েবানা জানাজা ও শোক পদযাত্রা অনুষ্ঠিত হয়। শোক পদযাত্রা কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্যে অত্র সংগঠনের সভাপতি সেলিম মিয়া বলেন, নন-এমপিও শিক্ষক মরহুম কামাল হোসেন নন-এমপিও অবস্থায় অভুক্ত থেকে চরমভাবে আর্থিক অভাব-অনটনের মধ্যে সুচিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেন। তিনি রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে বাসদের সহ-সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, নন-এমপিও শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তির দাবিতে আন্দোলন ১০ম দিনে পদার্পণ করলেও সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন পদক্ষেপ না নেওয়ায় আমি মর্মাহত ও গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। দ্রুত এই মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।
অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন, নন-এমপিও সংগঠনের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মো. দবিরুল ইসলাম, মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মো. নাজমুস সাহাদাত আজাদী, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মো. মনিমুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মো. ইমরান বিন সোলায়মান, সমন্বয়ক অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালাম, সমন্বয়ক অধ্যক্ষ বাকী বিল্লাহ, সমন্বয়ক প্রধান শিক্ষক আবু বক্কর মো. এরশাদুল হক, সমন্বয়ক সুপার মো. ফরহাদ হোসেন বাবুল, সমন্বয়ক প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান ও সমন্বয়ক অধ্যক্ষ মো. মিজানুর রহমান প্রমুখ।