Facebook Bio Status

নতুন লুকে পুরোনো বাইক আনলো রয়্যাল এনফিল্ড


রয়্যাল এনফিল্ড বাইকের জগতে সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড। একের পর এক বাইক বাজারে আনছে সংস্থাটি। এবার পুরোনো মডেলের বাইক নতুন লুকে আনলো বাজারে। যা এরই মধ্যে বাজারে জনপ্রিয়তা পেয়েছে। রয়্যাল এনফিল্ড গেরিলা ৪৫০-কে বাজারে নতুন রূপে হাজির করেছে সংস্থা।

এই বাইকের লুকে নতুন ছোঁয়া দিতে পিক্স ব্রোঞ্জ রঙের ভ্যারিয়ান্ট আনা হয়েছে বাজারে। আর তার সঙ্গেই আপনি পেয়ে যাবেন ড্যাশ ভ্যারিয়ান্টে স্মোক সিলভার রঙ যা আগে কেবলমাত্র বেস স্পেক অ্যানালগ ভ্যারিয়ান্টেই পাওয়া যেত।

আগের মতোই টপ মডেলে পাবেন কালার টিএফটি ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি এবং গুগল ভিত্তিক নেভিগেশন। সব ভ্যারিয়েন্টেই পাবেন এলইডি লাইটিং এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।

এই বাইকটি এখন বাজারে মোট ৩টি ভ্যারিয়ান্টে পাওয়া যাচ্ছে যার দাম ও ফিচার্স আলাদা আলাদা। এর অ্যানালগ ভ্যারিয়ান্টের দাম মৌলিক ফিচার্স এবং সিলভার স্মোক রং আপনি পেয়ে যাবেন। রয়্যাল এনফিল্ড গেরিলার এই বাইকের মডেলের দাম ভারতে ২ লাখ ৩৯ হাজার টাকা। ড্যাশ ভ্যারিয়ান্টের দাম হতে পারে ২ লাখ ৪৯ হাজার টাকা এবং এতে ডিজিটাল ডিসপ্লে, পিক্স ব্রোঞ্জ ও স্মোক সিলভার কালার অপশন রয়েছে।

রয়্যাল এনফিল্ড গেরিলার ফ্ল্যাশ ভ্যারিয়ান্টের কথা বললে, এই ভ্যারিয়ান্টে আপনি পেয়ে যাবেন টিএফটি ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি এবং বোল্ড কালার অপশন। বাইকটির এই ভ্যারিয়ান্টের সর্বোচ্চ দাম রয়েছে ২ লাখ ৫৪ হাজার টাকা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button