Facebook Bio Status

নতুন দল গঠন করেই ক্ষমতায় আসবে, এত সহজ না: মির্জা আব্বাস


নতুন দলকে ধৈর্য ধরে আগানোর পরামর্শ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এই নির্বাচনই তো শেষ না। এর পরও নিবার্চন হবে। নতুন দল গঠন করেই ক্ষমতায় চলে আসবে বিষয়টা এত সহজ নয়। বিএনপি একদিনেই এই জায়গায় আসেনি। প্রতিষ্ঠিত হতে সময় লাগে, সেটা মানতে হবে। বিএনপি প্রতিষ্ঠিত করতে প্রতিষ্ঠাতার জীবনই চলে গেছে। আমাদের চেয়ারপারসন আন্দোলন করতে গিয়ে ফ্যাসিবাদের নির্যাতনে জীবনের শেষ প্রান্তে।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরের পরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখে বের হয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

‘শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়’-জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলমের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা আব্বাস বলেন, ফ্যাসিস্টদের বিচার সবাই চাই। কিন্তু নির্বাচন প্রক্রিয়া পেছানোর কোনো অজুহাত জনগণ গ্রহণ করবে না।

বিএনপির এই নেতা আরও বলেন, নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে যেতে হবে। নির্বাচন পিছিয়ে দীর্ঘসূত্রতার পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র আছে। এটা হলে দেশের ক্ষতি হবে।

ফ্যাসিস্ট দমনে নতুন ফ্যাসিজম তৈরিরও আশঙ্কা করেছেন মির্জা আব্বাস। তিনি বলেন, একজনের চিন্তা, চেতনা, মতামত আরেক জনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে তা হয় না। কিছু কিছু লোক ফ্যাসিস্টের মতো আচরণ করছেন।

কেএইচ/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button