Status

নতুন দলের আত্মপ্রকাশ বিকেলে

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানকে ধারণ করে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি)। আজ শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দলটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এদিকে ২২টি শর্তসাপেক্ষে তাদের সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি।

 

নতুন দলের ঘোষণাকে কেন্দ্র করে গতকাল থেকেই সংসদ ভবনের সামনের সড়ক ও ফুটপাতে চলছে বিশাল কর্মযজ্ঞ। চলছে মঞ্চ তৈরির কাজ।

 

মঞ্চ তৈরির পাশাপাশি শৌচাগার ও বিভিন্ন বুথ নির্মাণের কাজও চলেছে। এই অনুষ্ঠানে মেডিকেল টিমও থাকবে। সার্বক্ষণিক রাখা হচ্ছে পানির ব্যবস্থাও। নারীদের নিরাপত্তায় থাকছে বিশেষ ব্যবস্থা।

 

আয়োজকরা জানান, নতুন ঘোষণাকে কেন্দ্র করে ৫ লাখের বেশি জমায়েত হবে। ঢাকা মহানগর পুলিশের অনুমতি নেওয়া হয়েছে। সেখানে তিন স্তরের নিরাপত্তা থাকবে।

 

নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেবেন জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও থাকবেন। পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিকদেরও যোগ দেওয়ার কথা রয়েছে।

 

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠকে নতুন দলের নাম চূড়ান্ত হয়। এরপর বৈঠকে শীর্ষ পাঁচ পদও ভাগ করে দেওয়া হয়েছে। এদের মধ্যে আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আখতার হোসেন, প্রধান সমন্বয়ক পদে নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক পদে হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে সারজিস আলমের নাম চূড়ান্ত করা হয়।

 

বৈঠক সূত্র জানিয়েছে, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে একাধিক প্রার্থী থাকায় এসব পদে নেতৃত্ব এখনো চূড়ান্ত হয়নি।

 

এদিকে নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিতেই অন্তর্র্বতী সরকার থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম।

 

এছাড়া গত বুধবার জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে সাবেক সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’। এই সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসান।

Source link

Leave a Reply

Back to top button