Facebook Bio Status

নড়াইলে বিএনপি অফিসে বোমা হামলা, আহত ৩


নড়াইলের সদর উপজেলার গোবরা স্ট্যান্ড এলাকায় শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপি অফিসে তিনটি বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতিসহ তিনজন গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিলে একজনকে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গোবরা গ্রামের আব্দুল হামিদ শেখের ছেলে বাবু মোল্যা (৬০), একই গ্রামের আবুল হোসেনের ছেলে বিএনপি কর্মী নিউটন গাজী (৪৮) এবং সৈয়দ জাফর আলীর ছেলে বিএনপি কর্মী সৈয়দ ওয়াজেদ আলী টিটো।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপি অফিসে নেতাকর্মীরা বসে থাকা অবস্থায় তাদের লক্ষ্য করে অতর্কিতভাবে তিনটি বোমা হামলা করে মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় আহত হন তিনজন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সৈয়দ ওয়াজেদ আলী টিটো গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। অপর দুজনকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াইল আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনিসুর রহমান বলেন, রাতে তিনজন আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, হামলার ঘটনায় কে বা কারা জড়িত তা খুঁজে বের করার কাজ করছেন পুলিশ সদস্যরা। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

হাফিজুল নিলু/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button