Status

নওগাঁর রাণীনগরে গণিত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ

ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে নওগাঁর রাণীনগরে গণিত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মাঝ থেকে গণিত ভীতি দূর করার লক্ষ্যে রাণীনগর প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশনের (আরপিএ) উদ্যোগে উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।


বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অলিম্পিয়াডে অংশগ্রহণ করা ৬ষ্ঠ-৮ম এবং ৯ম-১০ম শ্রেণির বিজয়ী মোট ৯০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার হিসেবে বই ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে আগত অতিথি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের একটি করে গাছ উপহারের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।


অনুষ্ঠানে আরপিএ-এর সভাপতি শাহীনুল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক প্রবীর কুমার পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাদিরউজ্জামান প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক,  আরপিএ-এর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


এসময় যুগ্ম সম্পাদক প্রবীর কুমার পাল বলেন, আরপিএ গাছ দিয়ে অতিথিদের বরণ করে যে ব্যতিক্রমী অনুষ্ঠানের ধারাবাহিকতা চালু করলো, এটা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আরপিএ মনে করে ফুল শুকিয়ে যায় কিন্তু গাছ মানুষকে ছায়া দেয়, সেই জন্যই এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা। এই তরুণ শিক্ষার্থীরা একদিন আরপিএকে আরো সুন্দর করে রাণীনগর বাসীর মাঝে ছড়িয়ে দেবে।


সভাপতি শাহীনুল ইসলাম বলেন, আরপিএ সবসময় রাণীনগর উপজেলায় শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করে যাবে। এটি একটি অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবামূলক সংগঠন। আগামীতে সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বৃদ্ধির লক্ষ্যে নানারকম পদক্ষেপ গ্রহণ করা হবে।


প্রধান অতিথি রাকিবুল হাসান বলেন, একজনের কাছে সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে গণিত। সেই গণিত ভীতি দূর করতে হলে এমন গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কোনো বিকল্প নেই। আরপিএ আজকে যে মহৎ উদ্যোগ নিয়েছে, সত্যিই তা প্রশংসনীয়। উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে আরপিএ এমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করার প্রতি তিনি আয়োজকদের সুদৃষ্টি কামনা করেন। আর এমন পজিটিভ কর্মকাণ্ডে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা সব সময় থাকবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন।

 

 

Source link

Back to top button