Status

ধারাবাহিক নাটক ‘ফাউল’

এনটিভিতে আজ রাত ৮.২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ফাউল’।

নাটকটি প্রতি সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রচার হচ্ছে। আল আমিন স্বপনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক। অভিনয়ে শরাফ আহমেদ জীবন, আব্দুল্লাহ রানা, আশরাফ সুপ্ত, মুসাফির সৈয়দ বাচ্চু, তানহা তাসনিয়া, সাদ্দাম মাল, হান্নান শেলি, জারা জয়া, সাইকা আহমেদ, জাবেদ গাজী, রোবেনা রেজা জুঁই, নওশিন দিশা প্রমূখ।

‘সুজনকাঠী গ্রামের তালুকদার বাড়ির একমাত্র জামাই মনির হোসেন প্রবাস থেকে দেশে ফিরেছে। নিজের বাড়িতে না গিয়ে সরাসরি শ্বশুর বাড়িতে আসায় মনির হোসেনের শ্বশুর আদম আলী তালুকদার জামাইয়ের উপর বিরক্ত।

কারণ, তিনি চান না তার মেয়ে জামাই এই বাড়িতে থাকুক। মিনির শ্বশুর বাড়িতে থেকে একের পর এক উদ্ভট কর্মকা- ঘটিয়ে চলে। প্রথমেই এলাকার ছেলেদের সাথে মাছ চুরি করতে গিয়ে চুরির দায়ে জরিমানা দেয়।
চুড়ির দায় এড়িয়ে নিজেকে জ্ঞানী হিসেবে প্রমাণ করার জন্য এলাকার চেয়ারম্যানের কাছ থেকে অনুমতি নিয়ে মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।
মাসুদ এবং মনিরের নেতৃত্বে পুরো গ্রামে ঘুরে ঘুরে মহিলা ফুটবলার জোগাড় করা হয়। এলাকার মানুষ যখন ফুটবল খেলার দিকে ঝুঁকে আছে তখন এলাকার বর্তমান চেয়ারম্যান সৈয়দা মায়ার বাড়িতে আশ্রয় নেয় কুখ্যাত খুনি সালমান।

Source link

Leave a Reply

Back to top button