ধর্ষণ ও অরাজকতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে কুমিল্লার শিক্ষার্থীরা

ধর্ষণ, ডাকাতি, ছিনতাই ও অরাজকতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা ধর্ষকদের বিচার ও ফাঁসির দাবি জানায়।

ধর্ষণের সংখ্যা বাড়ার আগেই ধর্ষকদের ফাঁসি নিশ্চিত করতে হবে এই প্রতিপাদকে সামনে রেখে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বর থেকে প্রতিবাদ মিছিল নিয়ে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্রীরা। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররাও কর্মসূচিতে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিল। এসময় শিক্ষার্থীরা ব্যানার, প্লেকার্ড হাতে নিয়ে নারীদের নিরাপত্তা নিশ্চিত ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানায়।

বক্তব্যে তারা যৌন নিপীড়ন বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। এছাড়াও ছিনতাই ডাকাতি রোধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

শিক্ষার্থীরা জানান, বাংলাদেশে প্রতিদিন কোথাও না কোথাও ধর্ষণের ঘটনা ঘটছে। আজকে নারীরা ঘরে ও বাইরে নিরাপদ নয়। আমরা চাই একটি নিরাপদ বাংলাদেশ। যেখানে নারীরা নিরাপদে নিঃশ্বাস ফেলতে পারবে, বাঁচতে পারবে। দেশজুড়ে চুরি ছিনতাই, রাহাজানি, হত্যা ও সামাজিক বিশৃঙ্খলা বেড়েই চলছে।

Source link

Exit mobile version