ধরাশায়ী রিয়াল

প্রতিপক্ষের মাঠে শুরুতেই গোল আদায় করে নিয়েছিলো রিয়াল মাদ্রিদ। পরে দারুণ লড়াই করে ম্যাচের দৃশ্যপট পাল্টে দিয়েছে রিয়াল বেটিস। আর তাতেই ধরাশায়ী কার্লো আনচেলত্তির দল। শনিবার লা লিগায় রিয়াল বেটিসের কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। টেবিলের শীর্ষস্থান হারিয়ে রিয়ালের অবস্থান এখন তিনে। প্রতিপক্ষের মাঠে পুরো ম্যাচে বল দখলে অনেকটাই এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু তাদের খেলায় একটুও ধার ছিল না। গোলের জন্য রিয়াল বেটিস ১৮টি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখে। যেখানে রিয়াল মাদ্রিদ শট নিতে পেরেছে মাত্র ৯টি যার মধ্যে মাত্র দুটি শট ছিল লক্ষ্যে।
ম্যাচের প্রথম আট মিনিটের বেশিরভাগ সময় বল ছিল রিয়ালের সীমানায়। পরে ধীর গতিতে ছোট ছোট পাসে আক্রমণে ওঠে তারা। ১০ মিনিটের সময়ই গোল পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। ডি বক্সে এমবাপ্পের কাছ থেকে বল পেয়ে ব্রাহিম দিয়াসকে পাস দেন ফারল্যান্ড মেন্দি। আলতো শটে বল জালে পাঠাতে ভুল করেননি দিয়াস। গোল হজমের পর নিজেদের গুছিয়ে নেয় রিয়াল বেটিস। ৩৪ মিনিটে কাঙ্খিত গোলও পেয়ে যায় তারা। ইসকোর কর্নারে জোরাল হেডে সমতা টানেন জনি কার্দোসো। বল রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার হাতে লেগে জালে জড়ায়। বিরতির ঠিক আগে কোর্তোয়ার নৈপুণ্যে বেঁচে যায় রিয়াল। যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার কার্দোসোর হেড ঝাঁপিয়ে কোনোমতে আটকান গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমনাতœক ফুটবল খেলে রিয়াল বেটিস। ৫৪ মিনিটে ব্যবধান দ্বিগুন করে তারা। ডি বক্সে স্প্যানিশ মিডফিল্ডার জেসুস রদ্রিগেজকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন আন্টোনিও রুডিগার। সাথে সাথে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে গোল করে দলকে ২-১ এ লিড এনে দেন ইসকো। পিছিয়ে পঢ়ে খেলায় ফিরতে মরিয়া হয়ে ওঠে রিয়াল মাদ্রিদ। কিন্তু এমবাপ্পে-ভিনিসিয়াসরা যেন খোলস ছেড়েই বের হতে পারছিলেন না। ৭৫ মিনিটে এমবাপ্পের বদলি হিসেবে এন্ড্রককে মাঠে নামান কোচ কার্লো আনচেলত্তি। মাঠে নামার কয়েক মিনিটের মধ্যে ভালো একটি সুযোগ পান এন্ড্রিক। তবে বক্সে ফাঁকায় বল পেয়ে লক্ষ্যের ধারে কাছেও রাখতে পারেননি তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। লা লিগায় চতুর্থ হারের পর ২৬ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে তিনে আছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে দুইয়ে বার্সেলোনা। ২৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে রিয়াল বেটিস আছে ৬ নম্বরে।
এদিকে, সিরি আ’য় ইন্টার মিলান-নেপোলির লড়াইয়ে কেউ জেতেনি। শনিবার শিরোপার লড়াইয়ের শীর্ষ দুই দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। খেলার ২২ মিনিটে চমৎকার ফ্রি কিকে ইন্টারকে এগিয়ে নিয়েছিলেন ফেদেরিকো দিমার্কো। দ্বিতীয়ার্ধের শেষ দিকে ৮৭ মিনিটে ফিলিপ বিলিংয়ের গোলে সমতায় ফেরে নাপোলি। ২৭ ম্যাচে ১৭ জয় ও সাত ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ইন্টার। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নেপোলি।

Source link

Exit mobile version