দ্বিতীয় সন্তানেরও নাম চূড়ান্ত করেছেন আলিয়া


আলিয়া ভাটের মেয়ে রাহার বয়স এরই মধ্যে আড়াই বছর বয়স হয়ে গেছে। প্রায়ই তার মেয়েকে ক্যামেরাবন্দি করেন ছবি সাংবাদিকরা। তাদের সঙ্গে রাহার খুনসুটি মুহূর্তে সোশ্যার মিডিয়ায় ছড়িয়ে পড়ে। রাহাকে বড় করার সঙ্গে সঙ্গে আলিয়া দ্বিতীয় সন্তানের পরিকল্পনাও করে রেখেছেন। কিছুদিন এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী এমনটাই জানিয়েছেন।

কন্যা রাহার নাম রাখা প্রসঙ্গে এ সাক্ষাৎকারে গল্প বলছিলেন আলিয়া। কেন ‘রাহা’ নামটিই তারা বেছে নিলেন, সেই বিষয়ে বিস্তারিত জানান অভিনেত্রী। রাহা শব্দের অর্থ আনন্দ ও শান্তি। রাহা তাদের সংসারে আনন্দ ও শান্তি এ দুটি বিষয়ই নিয়ে এসেছে। এ আলাপের এ পর্যায়ে আলিয়া জানান, তার দ্বিতীয় সন্তানেরও নাম নাকি চূড়ান্ত করা হয়ে গেছে।

আলিয়া বলেছেন, ‘বাবা-মা হিসেবে আমরা খুবই উচ্ছ্বসিত ছিলাম। তাই পরিবারিক হোয়াটস্‌অ্যাপ গ্রুপে আগে থেকেই ছেলে ও মেয়ে, উভয় নামই ঠিক করে রাখতে বলেছিলাম। যাতে আমরা আগে থেকে প্রস্তুত থাকতে পারি, তাই সন্তানের জন্মের আগেই নাম ভেবে রাখতে বলেছিলাম। বিভিন্ন রকমের নাম সবাই ভাগ করে নিয়েছিলেন। তবে আমাদের একটা নাম খুব পছন্দ হয়েছিল। যদিও সেটা ছেলেদের নাম।’

রণবীরের মা অর্থাৎ নীতু কাপুর বেছে নেন রাহা নামটি। তবে এর পাশাপাশি আরও একটি নাম বেছে রেখেছেন আলিয়া ও রণবীর। আগামী দিনে পুত্র সন্তানের জন্ম দিলে, সেই নামই বেছে নেবেন বলে সাক্ষাৎকারে জানান আলিয়া।

২০২২ সালের এপ্রিল মাসে বিয়ে করেছিলেন আলিয়া ও রণবীর। এর কয়েক মাসের মধ্যে এ দম্পতি জানান, সংসারে আসছে নতুন সদস্য। সেই বছরেই ৬ নভেম্বর জন্ম নেয় রাহা কাপুর।

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version