দোহারে ডাকাতের গুলিতে দুইজন আহত, ঢাকা মেডিকেলে ভর্তি


ঢাকার দোহার উপজেলার দেবীনগর নদীরপাড় এলাকায় ডাকাতের গুলিতে দুইজন আহত হয়েছেন। তারা হলেন- মো. হোসেন আলী (৪০) ও মো. মাসুদ (১৭)।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে রাত সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

গুলিবিদ্ধ মাসুদের বড় ভাই জাকির আলী বলেন, রাতে আমাদের বাসা থেকে দুই-তিন বাড়ি পরে ডাকাতির খবর পাই। ওই বাড়ির লোকজনের চিৎকারে আমরা ১০ থেকে ১২ জন রাস্তায় বেরিয়ে পড়ি। তখন ডাকাতদল আমার ভাই মাসুদ ও প্রতিবেশী হোসেন আলীকে গুলি ও চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে।

তিনি আরও বলেন, আমার ভাইয়ের শরীরে আট-দশটার মতো গুলি লাগে। অন্যজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও গুলির চিহ্ন রয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, দোহার থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুইজন এসেছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version