দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার


রাজধানীর শাহজাহানপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। শনিবার (৮ মার্চ) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এদিন দিনগত রাত ২টার দিকে শাহাজাহানপুর থানাধীন কমলাপুর রেলওয়ে স্টেশনের বটতলায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো.সাইদুর রহমান টিটু (৪৩), মো.রাজিব (২৮) ও মো. মাহাবুল ওরফে বাবু। এসময় তাদের হেফাজত থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শাহাজাহানপুর থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, শনিবার দিনগত রাতে শাহাজাহানপুর থানাধীন কমলাপুর রেলওয়ে স্টেশনের বটতলায় কতিপয় দুষ্কৃতকারীরা ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেই স্থানে অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় শাহাজাহানপুর থানায় গ্রেফতারদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

আরও পড়ুন

জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতাররা পেশাদার দুর্ধর্ষ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশে তারা দেশীয় অস্ত্রসহ ওই এলাকায় একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কেআর/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version