দেশব্যাপী ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদ এবং ধর্ষকদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজবাড়ীর কালুখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কালুখালী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের আয়োজনে কালুখালী সরকারি কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।


মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, কালুখালী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী দিয়া, একাদশ শ্রেণির শিক্ষার্থী সিন্থিয়া সুলতানা, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শান্তা আক্তার, একাদশ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস, একাদশ শ্রেণির শিক্ষার্থী মারিয়া হোসেন, শিক্ষার্থী ইমন খন্দকার, আসিফ মণ্ডল, সাব্বির আহমেদ, নাফিজ আহমেদ প্রমুখ। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কলেজের সাধারণ শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে।


এসময় বক্তারা নারীদের কর্মক্ষেত্র থেকে শুরু করে সবখানে নারীর নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের দাবি জানান।

Source link

Exit mobile version