দেশব্যাপী ইটভাটা মালিক-শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

দেশব্যাপী ইটভাটায় প্রশাসনের অভিযানের প্রতিবাদে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উপদেষ্টা বরাবরে স্মারক লিপি প্রদান এবং বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে বক্তারা, ইট ভাটার সাথে শত শত শ্রমিক জড়িত। তারা ইটভাটাকে শিল্প হিসেবে ঘোষণার দাবি জানিয়ে, জিগজাগ ইটভাটায় পরিদর্শনের নামে প্রতিনিয়ত হয়রানি, মোবাইল কোর্টের নামে জরিমানা, ভোল্ডার মেশিন দিয়ে প্রস্তুতকৃত ইট ভাঙচুর ও পানি দিয়ে চুলা বন্ধ করে দেয়ার প্রতিবাদ জানান। এ হয়রানি বন্ধ না হলে ঈদের পরে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দিয়ে সারা দেশ অচল করে দেওয়ারও হুশিয়ারি দেন মালিক-শ্রমিকরা। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে বিস্তারিত প্রতিবেদনÑ
যশোর ব্যুরো জানায়, যশোরের বিভিন্ন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ও ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ করেছে জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি। অভিযানের নামে ইটভাটায় গিয়ে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন সমিতির নেতৃবৃন্দ। যা বন্ধ করতে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়। গতকাল যশোরের আট উপজেলার নির্বাহী অফিসারের মাধ্যমে এ স্মারকলিপি দেন সমিতির নেতৃবৃন্দ। এরআগে সকালে যশোর সদর উপজেলা পরিষদে কয়েকশ ইটভাটা মালিক ও শ্রমিক বিক্ষোভ নিয়ে যায়। এ সময় তারা সেখানে দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ করতে থাকেন। হয়রানি বন্ধ না হলে ঈদের পরে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দিয়ে সারা দেশ অচল করে দেওয়ারও হুশিয়ারি দেন মালিক-শ্রমিকরা।
বিক্ষোভ শেষে জিগজাগ ইটভাটা বন্ধের প্রতিবাদ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৯ এ বর্ণিত জিগজাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তির জটিলতা নিরসনের জন্য ৬ দফা দাবিতে উপজেলা নির্বাহী অফিসের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় ভাটা মালিকরা। স্মারকলিপিটি গ্রহণ করেন যশোর সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান। স্মারকলিপি প্রদানকালে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা ইট প্রস্তুতকারী সমিতির সাধারণ সম্পাদক সেলিম রেজা বাবুল, সদর উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
এদিকে, একই দাবিতে গতকাল যশোরের চৌগাছা উপজেলা, মণিরামপুর উপজেলা, বাঘারপাড়া উপজেলা, ঝিকরগাছা উপজেলাসহ অন্যান্য উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেছেন। চৌগাছায় মিছিল ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি দেওয়ান তৌহিদুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, ঝিকরগাছায় ছিলেন আব্দুর রাজ্জাক বিশ্বাস ও হুমায়ূন কবির, মণিরামপুরে ছিলেন আব্দুল খালেক ও রবিউল ইসলাম মিঠু, বাঘারপাড়ায় ছিলেন আব্দুস সালাম সৌদি ও বাবুল হোসেন।
নেত্রকোণা জেলা সংবাদদাতা জানান, ইট ভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ভাঙচুর বন্ধের প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে বাংলাদেশ ইট প্রস্ততকারী মালিক সমিতি নেত্রকোণা সদর উপজেলা শাখা ও ইট ভাটার শ্রমিকরা এই বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইট প্রস্ততকারী মালিক সমিতি নেত্রকোণা জেলা শাখার সহ সভাপতি এম এ ওয়াহেদ, সাধারণ সম্পাদক আবুল খায়ের আকন্দ টিটু মাস্টার, সদর উপজেলা শাখার সভাপতি জসিম উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অন্তর, সদস্য জাকির হোসেন আরিফ প্রমুখ।
পঞ্চগড় জেলা সংবাদদাতা জানান, পঞ্চগড়ে অবৈধ ইট ভাটা বন্ধ করে দেয়ার প্রতিবাদ এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে অবৈধ ভাটার মালিক শ্রমিকরা। গতকাল দুপুরে জেলার বোদা দেবীগঞ্জ উপজেলার ৫০টি ভাটার মালিক এবং শ্রমিকরা যৌথভাবে এই কর্মসূচি পালন করেন। এর আগে ইট ভাটা শ্রমিকরা পঞ্চগড় সুগার মিল মাঠে জড়ো হয়। পরে সেখান থেকে মিছিল নিয়ে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। এসময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, ভাটা মালিক সভাপতি সফিউল্লাহ সুফি, সাধারণ সম্পাদক শাহিন, ইট ভাটা শ্রমিক নেতা অনন্ত হাবিব রবিউল প্রমুখ।
কাপাসিয়া (গাজীপুর) উপজেলা সংবাদদাতা জানান, গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে মালিক-কর্মচারিগণ তাদের ভাটাসমূহে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। পরে ইটভাটা মালিকগণ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্ঠা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্ঠা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ফকির ইস্কান্দার আলম জানু, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক মৃধা, উপদেষ্টা সাখাওয়াত হোসেন মানসুর ভূঁইয়া, প্রমুখ।
ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ময়মনসিংহের ফুলপুর উপজেলার আয়োজনে ৬ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমার মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ ও বন উপদেষ্টার বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ফুলপুর উপজেলার সভাপতি ও সামাদ ব্রিকসের মালিক গোলাম মুর্তুজা তালুকদার, মডার্ণ ব্রিকসের মো. বদরুদ্দোজা আকন্দ নোমান, মেসার্স এ এস বি ব্রিকসের মো. আজহারুল মোজাহিদ সরকার, দোয়েল ব্রিকসের মুক্তা, সূচনা ব্রিকসের শহিদুল ইসলাম রুবেলসহ বিভিন্ন ইটভাটার মালিকগণ।
সাদুল্লাপুর (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা জানান, গাইবান্ধার সাদুল্লাপুর ইট ভাটায় মোবাইল কোর্ট জরিমানা ও ভাঙচুর বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেন ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতি। এসময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রেজাউল হক প্রধান কোষাধ্যক্ষ এটিএম শরিফুল আলম উজ্জল, শহিদুল ইসলাম সুমন, আনোয়ার হোসেন প্রমুখ।