দুদকের মামলা থেকে অব্যাহতি পেলেন মোহামেডানের সাবেক পরিচালক লোকমান হোসেন

দুদকের মামলা থেকে অব্যাহতি পেলেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সাবেক পরিচালক লোকমান হোসেন। মানিলন্ডিারিংয়ের অভিযোগে ২০১৯ সালে তার বিরুদ্ধে মামলা করেছিল দুদক। ৬ বছর পর সেই মামলার রায় হয়েছে। যে রায়ে বেকসুর খালাস পেয়েছেন লোকমান হোসেন ভূঁইয়া।
মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সাবেক পরিচালক ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক মো. লোকমান হোসেন ভূঁইয়া’র বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক)দায়ের করা মামলা থেকে বেকসুর খালাস প্রদান করেছেন ঢাকা জেলা ও দায়রা জজ আদালত।
রায়ে বলা হয় (মামলা নং-১৫২/২০১৯, দুদক.জি আর নং-১৩৩/২০১৯) একমাত্র আসামী মো. লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনীত দুর্নীতি দমন কমিশন আইন এর ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত না হওয়ায় আসামীকে নির্দোষ সাব্যস্থে বেকসুর খালাস প্রদান করা হলো।
এ বিষয়ে লোকমান হোসেন ভূঁইয়ার আইনজীবী ব্যারিস্টার মো. ইসমাইল হোসেন বলেন,’তার বিরুদ্ধে মানিল্ডারিংয়ের যে অভিযোগ করা হয়েছিল তার প্রমাণাদি আদালতে উপস্থাপন করতে পারেননি রাষ্ট্রপক্ষ। আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে, লোকমান হোসেন ভূঁইয়া কোনো মানিলন্ডারিং করেননি। ক্লাবের হলরুম ভাড়া দেওয়ার অর্থ ক্লাবের হিসাবেই জমা হয়েছে এবং তার অডিটও জমা দেওয়া হয়েছে আদালতে। তাই আদলাত লোকমান হোসেন ভূঁইয়ার বিপক্ষে আনীত অভিযোগ খারিজ করে দিয়ে তাকে বেকসুর খালাস প্রদান করেছেন।