দুইদিনের মধ্যে নগরীর সকল প্যানা, পোস্টার অপসারণ করবে নগর বিএনপি

খুলনা মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিলকে কেন্দ্র করে নগরজুড়ে নির্মিত তোরন, প্যানা, ফেস্টুন, সাটানো পোস্টার আগামী ২( দুই) দিনের মধ্যে অপসারণের আহবান জানিয়েছেন মহানগর বিএনপি।
শনিবার (১ মার্চ) মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন একযৌথ বিবৃতিতে নগরী সৌন্দর্য্য রক্ষায় এ আহবান জানিয়েছেন।
তারা উল্লেখ করেন খুলনা নগরীর সৌন্দর্য্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। সে লক্ষে নিজ নিজ অবস্থান থেকে তোরন, প্যানা, ফেস্টুন, পোস্টার অপসারণ করে নগরীর সৌন্দর্য্য রক্ষায় সকলে দায়িত্বশীল ভুমিকা পালন করবেন।

Source link

Exit mobile version