Facebook Bio Status

দীর্ঘদিন বন্ধের পর এসি চালাবেন, বিস্ফোরণ ঠেকাতে যা করবেন


গরম প্রায় চলেই এসেছে। এখনই অনেকে এসি ব্যবহার শুরু করেছেন। তবে শীতের ৩-৪ মাস এসি বন্ধ রাখার পর চালু করলে নানান সমস্যা দেখা দিতে পারে এসিতে। এমনকি অনেকদিন বন্ধ থাকার ফলে ত্রুটি দেখা দিতে পারে যা থেকে বিস্ফোরণের মতো ঘটনা ঘটতে পারে।

তাই এসি ব্যবহারের আগে কয়েকটি কাজ করে নিন-

এসির বাহ্যিক পরিদর্শন করুন
এসির ভেতরে বা বাহিরে কোনো দৃশ্যমান সমস্যা আছে কি না, তা খেয়াল করুন। পাওয়ার কেবল, প্লাগ, এবং সুইচ বোর্ড ঠিক আছে কি না, তা নিশ্চিত করুন। এসির আউটডোর ইউনিটের চারপাশ পরিষ্কার আছে কি না, দেখুন।

এসির ফিল্টার পরিষ্কার করুন
দীর্ঘদিন বন্ধ থাকার ফলে এসির ফিল্টারে ধুলাবালি জমতে পারে, যা আগুন লাগার সম্ভাবনা বাড়ায়। ফিল্টার খুলে সাবধানে পরিষ্কার করে নিন। প্রয়োজনে ফিল্টার পরিবর্তন করুন।

বিদ্যুৎ সংযোগ পরীক্ষা করুন
এসির পাওয়ার সংযোগ ভালোভাবে পরীক্ষা করে নিন। ওয়্যারিং বা ক্যাবলে কোনো ক্ষতি হয়েছে কি না, তা দেখে নিন। যদি এসির ভেতরে আগের ব্যবহার করা সার্কিট ব্রেকার থাকে, তাহলে সেটি ঠিকমতো কাজ করছে কি না, তা নিশ্চিত করুন।

এসির গ্যাস লিকেজ পরীক্ষা করুন
দীর্ঘদিন বন্ধ থাকার ফলে এসির কুল্যান্ট বা রেফ্রিজারেন্ট লিক হয়ে যেতে পারে, যা বিস্ফোরণের কারণ হতে পারে। এসির চারপাশে যদি অস্বাভাবিক গন্ধ পান, তাহলে সেটি গ্যাস লিকের লক্ষণ হতে পারে। সন্দেহ হলে বিশেষজ্ঞ টেকনিশিয়ানের সাহায্য নিন।

এসির কম্প্রেসর পরীক্ষা করুন
কম্প্রেসর বেশি সময় ধরে বন্ধ থাকলে মাঝে মাঝে এটি ঠিকমতো কাজ নাও করতে পারে। এসি চালুর সময় অস্বাভাবিক শব্দ হলে সেটি কম্প্রেসরের সমস্যার ইঙ্গিত দিতে পারে। কম্প্রেসর যদি অতিরিক্ত গরম হয়ে যায়, তাহলে এসি চালানো বন্ধ করুন এবং টেকনিশিয়ান ডাকুন।

প্রথমবার চালানোর সময় সতর্ক থাকুন
প্রথমবার এসি চালানোর আগে নিশ্চিত করুন যে, সেটির কোনো যান্ত্রিক সমস্যা নেই। এসি চালানোর পরপরই সেটির কাছে না গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। যদি কোনো সমস্যা মনে হয়, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিন।

পেশাদার টেকনিশিয়ানের সহায়তা নিন
এসি দীর্ঘদিন বন্ধ থাকার পর চালানোর আগে একজন পেশাদার টেকনিশিয়ানের সাহায্য নিলে ভালো হয়। বিশেষ করে যদি এসির কম্প্রেসর, গ্যাস বা ইলেকট্রিক সংযোগ নিয়ে সন্দেহ হয়, তাহলে নিজে পরীক্ষা না করে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button