দিয়াজ-রদ্রিগোর গোলে মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জয়

 

 

গ্রুপ পর্বে সাদামাটা রিয়াল মাদ্রিদ নকআউটে এসে যেন ফিরেছে চেনা রুপে।হাইভোল্টেজ মাদ্রিদ ফেভারিটে সব পূর্ভাবাস ভুল প্রমাণ জয় পেয়েছে রিয়াল।লিগে বাজে সময় কাটানো লস ব্লাঙ্কোসরা ইউরোপ সেরার লড়াই অ্যাথলেটিকো মাদ্রিদকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে। প্রথম লেগের অ্যাওয়ে ম্যাচের জয়ে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে এগিয়ে গেছে কার্লো আনচেলত্তির দল।

 

মঙ্গলবার রাতে অ্যাথলেটিকোর মাঠ মেট্রোপলিটানোয় ম্যাচের ৪ মিনিটে লিড নেয় রিয়াল মাদ্রিদ। গোল করেন দলটির ব্রাজিলিয়ান তরুণ রদ্রিগো।ফেদে ভালভার্দে রদ্রিগোর জন্য দুর্দান্ত এক পাস বাড়ান, আর ব্রাজিলিয়ান তারকা গোল করতে ভুল করেননি। বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের জোরালো শটে তিনি ওবলাককে পরাস্ত করেন।

 

রিয়াল মাদ্রিদ এরপর কিছুটা নিয়ন্ত্রণ ধরে রাখলেও ধীরে ধীরে অ্যাথলেটিকো ঘুরে দাঁড়াতে শুরু করে। বিশেষ করে বারিওস ও ডি পল মাঝমাঠে শক্তিশালী উপস্থিতি দেখান। অন্যদিকে, মাদ্রিদের ভিনিসিয়ুস ও এমবাপ্পে কিছুটা অনুজ্জ্বল ছিলেন।

 

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ম্যাচের নাটকীয়তা আরও বাড়ে। জুলিয়ান আলভারেজ একটি অসম্ভব পরিস্থিতি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান। তিনি ক্যামাভিঙ্গার বিপক্ষে বল ধরে রেখে দুর্দান্ত এক কার্ভিং শটে কুর্তোয়াকে পরাস্ত করেন।

 

কিন্তু সমতা ধরে রাখতে পারেনি অ্যাথলেটিকো। ঘরের মাঠের সুবিধা নিয়র লিডেও যেতে পারেনি। ৫৫ মিনিটে ব্রাহিম দিয়াজ গোল করে জয় এনে দেন রিয়ালকে।

 

শেষ মুহূর্তে অ্যাথলেটিকো বেশ কয়েকটি পরিবর্তন আনলেও রিয়াল মাদ্রিদের রক্ষণভাগ দৃঢ় ছিল। কুর্তোয়া গ্রিজমানের শট দুর্দান্তভাবে রুখে দেন। অতিরিক্ত সময়ে এমবাপ্পের একটি সুযোগ এসেছিল, কিন্তু তিনি তা কাজে লাগাতে পারেননি। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদই জয় নিয়ে মাঠ ছাড়ে।এখন সবাই তাকিয়ে আছে দ্বিতীয় লেগের দিকে, যেখানে অ্যাথলেটিকো ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকবে

 

Source link

Exit mobile version