দিনাজপুরে বিদ্যুৎ অফিসের আঞ্চলিক মেরামত কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

দিনাজপুর শহরের বালুবাড়ী অবস্থিত নর্দান বিদ্যুৎ কর্তৃপক্ষ নেস্কো ২ এর কার্যালয়ের পিছনে গতকাল সকালে আঞ্চলিক মেরামত কারখানায় ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে। কারখানার ভিতরে থাকা বিদ্যুতের ট্রান্সফর্মার বিকট শব্দে বিষ্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে দিনাজপুর তিনটি ইউনিট এবং পরে বীরগঞ্জ থেকে ইউনিটে এসে যোগ দেয়। পানি স্বল্পতায় অগ্নিনির্বাপণ বিঘœ সৃষ্টি হয়। তীব্রতা বৃদ্ধি পেলে ফায়ার সার্ভিস ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ সুপার মারুফাত হোসাইনসহ পুলিশ সদস্যরা স্থানীয় সামরিক বাহিনীর ঘটনাস্থলে ছুটে আসে। উৎসুক ও পাশের আবাসিক এলাকার ভীত সন্ত্রস্ত মানুষদের সরিয়ে দেওয়ার মাধ্যমে ফায়ার সার্ভিস কাজ করার সুযোগ সৃষ্টি করে দেয়। কারখানার ভিতরে ও বাহিরে ফার্নেস ওয়েল ভর্তি শত শত বিদ্যুৎ ট্রান্সফর্মার তেলের ড্রাম ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। সংশ্লিষ্টদের মতে ট্রান্সফর্মার গুলি বাস্ট হলে আরো ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারতো। উল্লেখ্য গত কয়েক বছরে দিনাজপুরে শত কোটি টাকার বিদ্যুতের সঞ্চালন লাইন ট্রান্সফর্মার পরিবর্তন কাজের পর এখানেই রাখা হয় ট্রান্সফরমার। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি ।