Facebook Bio Status

দিনাজপুরে এক কেজি শসার দামে মিলছে ৪ লেবু


দিনাজপুরে ৬০ টাকায় বিক্রি হচ্ছে এক হালি লেবু। একই দামে বিক্রি হচ্ছে এক কেজি শসা। এক সপ্তাহ আগেও এ লেবু ২০ টাকা ও শসা ১৫ টাকা কেজি বিক্রি হয়েছে।

রোববার (২ মার্চ) বিকেলে শহরের বাহাদুর বাজার, নিউটান বাজার, পুলহাট, সুইহারী বাজার ঘুরে এমনটা জানা গেছে।

আব্দুল আলিম নামে এক ব্যবসায়ী জানান, রোজার প্রথম ২-৩দিন লেবুর ব্যাপক চাহিদা থাকে। পর্যাপ্ত সরবরাহ থাকে না। তাই দাম একটু বেড়ে যায়। তবে কয়েকটি রোজা গেলে দাম কমে যাবে।

দিনাজপুরে ৬০ টাকায় বিক্রি হচ্ছে এক হালি লেবু। একই দামে বিক্রি হচ্ছে এক কেজি শসা

ফরহাদ হোসেন নাম এক সবজি ব্যবসায়ী বলেন, ২-৩দিন আগেও শসা বিক্রি করেছি দেড় কেজি ২০ টাকা। কিন্তু আজ ভাল শসা পাইকারি কিনেছি ৫৪ টাকা। তাই ৬০ টাকা বিক্রি করছি। কিছু শসা ৪০-৫০ টাকা কেজিও বিক্রি হচ্ছে। তবে দুই একদিনে দাম পড়ে যাবে।

বাহাদুর বাজারে বাজার করতে আসা শহরের পাটুয়াপাড়া মহল্লার শামীম হোসেন বলেন, পৃথিবী সব দেশ যখন রোমজানে জিনিসপত্রের দাম কমায়, তখন বাংলাদেশে উল্টো। এদেশে রোজাদারকে জিম্মি করে ব্যবসাযীরা পণ্যের দাম বাড়ায়। লেবুর হালি ৬০ টাকা আর শসার কেজি ৬০ টাকা দরে কিনলাম। অথচ দুদিন আগেও দাম কম ছিল।

এমদাদুল হক মিলন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button