দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় দুধেরছানা ব্যবসায়ী রাজ্জাক নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের হাতিভাঙ্গা গ্রামের দুধেরছানা ব্যবসায়ী আব্দুর রাজ্জাক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

 

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় দামুড়হুদা বাসস্ট্যান্ড চত্বরের অদূরে হাসিনা মার্কেটের কাছে দামুড়হুদা-চুয়াডাঙ্গা সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক (৫০) দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের হাতিভাঙ্গা গ্রামের মরহুম আলী বক্সসের ছেলে। মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সন্তান রেখে গেছেন।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,আব্দুর রাজ্জাক পেশায় দুধেরছানা ব্যবসায়ী। প্রতিদিনের ন্যায় তিনি নিজের মোটরসাইকেল যোগে হোটেলে ছানা বিক্রির জন্য চুয়াডাঙ্গায় গিয়েছিলেন। বিক্রি শেষে বাড়ী ফেরার পথে দামুড়হুদা বাসস্ট্যান্ডের অদূরে হাসিনা মার্কেটের কাছে এসে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা লেগুনার সাথে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

Source link

Exit mobile version