Status

দাউদকান্দিতে ৫৭০ শতক জমি সিসিডি’র কাছে হস্তান্তর

কুমিল্লার দাউদকান্দির পুঠিয়ায় সিসিডি’র জন্য নিলামে ক্রয়কৃত ৫শ ৭০ শতক জমি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। সিসিডি’র নির্বাহী পরিচালক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল সামাদ, আদালতের নির্দেশনার ভিত্তিতে এই জমি গোমতী অটো রাইস মেইল নামে অনুষ্ঠিত টেন্ডারের মাধ্যমে ক্রয় করেন। কুমিল্লা অর্থঋন আদালতের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ঢোল বাজিয়ে এবং লাল নিশান স্থাপন করে সিসিডি’র কাছে জমি হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন করেন।

 

 

 

এই জমি সংক্রান্ত বিষয়ে আল আরাফাহ ইসলামী ব্যাংক অর্থঋণ আদালতে মামলা দায়ের করেছিল, যার ফলস্বরূপ আদালতের নির্দেশে নিলামের মাধ্যমে জমিটি ক্রয় করা হয়। বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল সামাদ ইনকিলাবকে জানান, জমিটির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে এখানে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে যেতে ইচ্ছুক গরিব নাগরিকদের জন্য একটি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট স্থাপন করা হবে।

 

 

তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো শিক্ষার মাধ্যমে দেশের গরিব ও মেধাবী তরুণদের ভাগ্য পরিবর্তন করা এবং তাদেরকে আন্তর্জাতিক পর্যায়ে কাজের সুযোগের জন্য প্রস্তুত করা। এসময় আরও বক্তব্য রাখেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক মতিন সৈকত এবং মুক্তিযোদ্ধা আবু তাহের।

Source link

Leave a Reply

Back to top button