Status

দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে ডাকাতি নগদ টাকা ও স্বর্ণলংকারসহ ১০লাখ টাকার মালামাল লুট

কুমিল্লার দাউদকান্দিতে আইনের লোক বলে প্রবাসীর বাড়িতে ডাকাতির সংঘটিত হয়েছে। ঘটনাটি গতকাল বুধবার দিবাগত রাতে ২টা থেকে ৩টার মধ্যে উপজেলার জিংলাতলী গ্রামের পশ্চিম পাড়া মুকবুল হাজীর বাড়িতে। এ সময় ডাকাতরা নগদ ১লাখ ৬৫হাজার টাকা তিন হাজার ডুবাই দেরহামসহ প্রায় দশ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

 

খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে এস আই সাইদুল ঘটনার স্থান পরিদর্শন করেন। পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত দুই টার দিকে উপজেলার জিংলাতলী গ্রামের প্রবাসী হাজী মকবুল হোসেনের বাড়িতে আইনের লোক পুলিশ বলে দরজা খুলতে বলে। হাজী মকবুল হোসেন দরজা খুললে অস্ত্রধারী মুখোশ পড়া ডাকাত দল প্রবাসী হাজী মকবুল হোসেন ও তার স্ত্রীকে গলায় পেটে রামদা ধরে হাত পা বেধে ফেলে। সাথে সাথে পাশের রুমে থাকা ডুবাই প্রবাসী ছেলে সাকিলকে অস্ত্র ঠেকিয়ে হাত পা বেধে ফেলে। এ সময় ডাকাত দল ঘরে আলমারি ভেঙে নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা, তিন হাজার ডুবাই দেরহাম, তার স্ত্রী গলার চেইন, কানের দুল এবং তার পুত্র বধূর দুই ভরি স্বর্ণের জিনিস সহ দুটি দামী মোবাইল অন্যান্য জিনিস পত্র লুট করে নিয়ে যায়। এ সময় ভুক্তভোগী হাজী মকবুল হোসেন বলেন, ডাকাত দল আইনের লোক পুলিশ বলে দরজা খুলতে বলে, আমি দরজা খুলে দেই। ঘরে ডুকেই রামদা ও ছুরি ধরে আমাকে ও আমার স্ত্রী গলায় অস্ত্র ঠেকিয়ে হাত পা বেধে ফেলে। পাশের রুমে ডুবাই প্রবাসী ছেলে সাকিলকে হাত পা বেধে ফেলে।

 

ডাকাতরা ঘরের আলমিরা ভেঙে নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা, তিন হাজার ডুবাই দেরহাম, তার স্ত্রী গলার চেইন, কানের দুল এবং তার পুত্র বধূর দুই ভরি স্বর্ণের জিনিস সহ দুটি দামী মোবাইল অন্যান্য জিনিস পত্র লুট করে নিয়ে যায়। গতকাল আমার ছেলে ব্যাংক থেকে দের লাখ টাকা তুলে আনে আজকে একজনক দেওয়ার কথাছিল। খবর পেয়ে পুলিশ এসে তদন্ত করে গেছে। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে উপ পরিদর্শক মোঃ সাইদুল ইসলাম বলেন, ডাকাতি খবর শুনে ঘটনার স্থল পরিদর্শন করেছি। বিষয়টি তাদের কিছু পূর্ব শত্রুতা জেরের আসে বলে জানিয়েছেন। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

Source link

Back to top button