দক্ষিণ এশীয় প্রতিযোগিতার প্রস্তুতি ইসমাইল-শিরিনদের

ঘরোয়া প্রতিযোগিতার পর এবার আন্তর্জাতিক ময়দানে নামার প্রস্তুতি শুরু করছেন অ্যাথলেটরা। আগামী ৩ থেকে ৫ মে ভারতের ঝাড়খন্ডে হবে সাউথ এশিয়ান সিনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় দলের প্রস্তুতি শুরু হবে বৃহস্পতিবার। প্রশিক্ষণ ক্যাম্পের জন্য বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন ডেকেছে ১৪ অ্যাথলেটকে।
ইসমাইল-শিরিনদের আন্তর্জাতিক প্রতিযোগিতার অনুশীলন ক্যাম্প হবে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। সেখানে ১ মে পর্যন্ত চলবে অ্যাথলেটদের প্রস্তুতি। বাংলাদেশ সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড ট্র্যাক, জিমনেসিয়াম ও প্রশিক্ষণ সংক্রান্ত যাবতীয় ক্রীড়া সরঞ্জামাদি দিয়ে সহায়তা করবে এই ক্যাম্পের।
সর্বশেষ ৪৮তম জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ থেকে এই প্রশিক্ষণ ক্যাম্পের অ্যাথলেট বাছাই করা হয়েছে। সেখানে ১০ পুরুষ অ্যাথলেটের সাথে আছেন চারজন নারী। ক্যাম্পের কো-অর্ডিনেটর মো. কিতাব আলী, হার্ডেলস ও ম্যারাথন প্রশিক্ষক মো. ফরিদ খান চৌধুরী। স্প্রিন্ট প্রশিক্ষক আব্দুল্লাহ হেল কাফি এবং জাম্প প্রশিক্ষক ফৌজিয়া হুদা জুঁই।
অ্যাথলেট
মো. ইসমাইল, রাকিবুল ইসলাম, জুবাইল ইসলাম, জহির রায়হান, মাহফুজুর রহমান সাগর, নাজিমুল হোসেন রনি, মাসুদ রানা, মাসুদ-২, তানভির ফয়সাল, আল-আমিন, শিরিন আক্তার, সুমাইয়া দেওয়ান, রিতু আক্তার, সোনিয়া আক্তার।
আরআই/এমএমআর/জেআইএম