Facebook Bio Status

তেঁতুলিয়ায় ডাকাত আতঙ্ক


পঞ্চগড়ে তেঁতুলিয়াসহ জেলাজুড়ে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ডাকাতি রোধে পুলিশের একাধিক টিমের সঙ্গে স্থানীয়রাও এলাকা পাহারা দিচ্ছেন।

রোববার (২ মার্চ) সন্ধ্যার পরও স্থানীয়দের সঙ্গে পুলিশের অভিযান চলছিল। এসময় তেঁতুলিয়ার ভজনপুর থেকে ডাকাতচক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি হরিপুর এলাকার আব্দুল আজিজের ছেলে আনোয়ার হোসেন (৪১), দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে তহিদুল ইসলাম (৪০), রংপুরের পীরগঞ্জ উপজেলার মকিমপুর আব্দুল জলিলের ছেলে শরিফুল ইসলাম (৩৫), একই উপজেলার ফকিরপাড়া এলাকার বাদশা ফকিরের ছেলে হাসানুর রহমান (৪০) ও শাহপুর এলাকার আব্দুল জব্বারের ছেলে আয়নাল হক (৩৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (১ মার্চ) দিনগত রাত ১টার দিকে তেঁতুলিয়া উপজেলা সদরের আজিজনগর এলাকার স্কুলশিক্ষক বেলায়েত হোসেনের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে ৮-১০ জনের ডাকাতদল। ওই স্কুলশিক্ষক ও তার স্ত্রীকে বেঁধে রেখে মারধর করা হয়। এসময় তারা বাড়িতে থাকা ৩৮ হাজার টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার লুট করেন। পরে টের পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়।

এ ঘটনার পর ডাকাত ধরতে তেঁতুলিয়া-পঞ্চগড়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে রাতভর অভিযান পরিচালনা করে পুলিশ। রোববার সকালে তেঁতুলিয়ার ভজনপুর এলাকায় তেঁতুলিয়া থেকে পঞ্চগড়গামী যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এসময় ডাকাত চক্রের পাঁচ সদস্যকে আটক করে পুলিশ।

স্কুলশিক্ষক বেলায়েত হোসেন বলেন, ‘আমার বাড়ির দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করে ডাকাতদল। তারা দরজা ভেঙে আমাকে ও আমার স্ত্রীকে মারধর শুরু করে। তাদের হাতে চাকু, ছোরাসহ দেশীয় অস্ত্র ছিল। পরে তারা আমাদের হাত পেছনে বেঁধে রেখে পুরো ঘর এলোমেলো করে ফেলে। ঘরে থাকা ৩৮ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে নেয় তারা।’

পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, ডাকাত চক্রের পাঁচজনকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। এখনো আমাদের অভিযান চলছে। অভিযান শেষ হলে বিস্তারিত জানাতে পারবো।

সফিকুল আলম/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button