Status

তিস্তা নিয়ে আলোচনা হয়নি নদী কমিশনের বৈঠকে

বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার পানিবন্টন নিয়ে এবারও নদী কমিশনের বৈঠকে কোনও আলোচনা হয়নি বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।

কয়েকদিন আগে নদী কমিশনের সদস্য মুহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে ১১ সদস্যের বাংলাদেশি প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে গিয়েছেন। সফরে তারা ফারাক্কা বাঁধ পরিদর্শন করে কলকাতা ফিরে আসেন। সেখানেই ৬ ও ৭ মার্চ ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠকে যোগ দেন। ভারত সরকারের প্রতিনিধি দল, পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জনশক্তি দফতরের সচিব এবং বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যরা এই বৈঠকে অংশ নেন। ত্রিপক্ষীয় বৈঠকে তিস্তা এবং গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু তিস্তা পানিবণ্টন নিয়ে এবারও কোনও সমাধান হয়নি।

তবে এই বৈঠকে বৈঠকে দূষণ নিয়ে আলোচনা হয়েছে বলে বৈঠক সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন। বাংলাদেশের বেশ কিছু নদীর পাশে চিনিকল থাকায় দূষণ বাড়ছে এবং তাতে পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া কিছু এলাকায় দূষণ ছড়াচ্ছে। এ প্রসঙ্গও উঠে এসেছে আলোচনায়। বাংলাদেশের প্রতিনিধিরা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে রাজ্য সরকারের কর্মীরা জানিয়েছেন। বৈঠকের সিদ্ধান্ত নিয়ে কোনও পক্ষই আনুষ্ঠানিক ভাবে সংবাদমাধ্যমে এখনও কিছু জানায়নি।

 

Source link

Leave a Reply

Back to top button