তাহসিনের আইএম নর্ম মিস

বিশ্ব দাবা আসরে আন্তর্জাতিক মাস্টারের নর্ম (আইএম) মিস করেছেন ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। গত পরশু মন্টেনিগ্রোতে অনুষ্ঠিত শেষ রাউন্ডে ইসরায়েলের গ্র্যান্ডমাস্টার সোকোলভস্কি ইয়াহলির সঙ্গে ড্র্র করেন তিনি। আন্তর্জাতিক মাস্টার হতে ইসরায়েলের গ্র্যান্ডমাস্টারকে হারাতে হতো তাহসিনের। আন্তর্জাতিক মাস্টার নর্ম পেতে পারফরম্যান্স রেটিং ২৪৫০ পয়েন্ট হতে হয়। সপ্তম রাউন্ড শেষে তাহসিনের পয়েন্ট ২৪৩৯ হয়েছিল। যদিও কালো ঘুটি নিয়ে ২৫০০ রেটিংয়ের বেশি দাবাড়ুকে হারানো অনেক কঠিন। নর্ম না পেলেও তাহসিনের রেটিং ১৫ পয়েন্ট বাড়বে এই টুর্নামেন্টের পর। বিশ্ব জুনিয়র দাবায় অংশ নেওয়া বাংলাদেশের আরেক দাবাড়ু আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় শেষ রাউন্ডে হেরে গেছেন। গ্র্যান্ডমাস্টার নর্মের লক্ষ্যে খেলেও বাজে পারফরমেন্স করেন তিনি। নর্মের সম্ভাবনা তৈরি করতে তো পারেননি, উল্টো আরও ১৮ পয়েন্ট কমবে টুর্নামেন্ট শেষে। আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ১১ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট অর্জন করে ৮৩তম স্থান পেয়েছেন। তাহসিন ৬ পয়েন্ট নিয়ে ৫১তম হয়েছেন। নয় পয়েন্ট নিয়ে এই প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের গ্র্যান্ডমাস্টার ভি প্রনভ।

Source link

Exit mobile version