Status

তারাবি দিয়ে রমজানের আনুষ্ঠানিকতা শুরু মসজিদে মুসল্লির ঢল

তারাবির নামাজের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের পবিত্র মাহে রমজানের আনুষ্ঠানিকতা। তারাবি আদায়ে মসজিদে মসজিদে নামে মুসল্লির ঢল। আজ সুবহে সাদেকের পূর্বে সাহরি খেয়ে প্রথম রোজা পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। শাবান মাসের ২৯ তারিখ সন্ধ্যায় চাঁদ দেখার খবর জানতে পেরেই মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করেন মুসল্লিরা। এ কারণে সন্ধ্যার পরপরই রাস্তা অনেকটা ফাঁকা হয়ে যায়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, মহাখালীর মসজিদে গাউছুল আজমসহ দেশের প্রায় প্রতিটি মসজিদে এশার জামাতে মুসল্লিদের উপচেপড়া ভিড় দেখা গেছে। বড়দের পাশাপাশি নামাজে আসে ছোটরাও। আধ্যাত্মিক পরিবেশে তারাবি আদায় করে স্বস্তি পান বলে জানান মুসল্লিরা। রাজধানীর প্রায় সব মসজিদে তারাবির নামাজে ছিল অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি মুসল্লির উপস্থিতি।
এর আগে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। রোববার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে এবং আগামী ২৬ রমজান তথা ২৭ মার্চ পবিত্র শবে কদর পালিত হবে।
গতকাল বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সভায় ১৪৪৬ হিজরী সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।
সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আঃ ছালাম খান, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, তথ্য অধিদফতর এর প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীর, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের প্রশাসক মো. ফখরুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আঃ আউয়াল হাওলাদার, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের সহকারী পরিচালক মো. নাজিম উদ্দিন, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার প্রিন্সিপাল মো. আশরাফুল কবীর, শায়েখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রিন্সিপাল মুফতি মিজানুর রহমান সাঈদ, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগামের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ ফারুক, জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার উপাধ্যক্ষ আব্দুল গাফফার, দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ উপস্থিত ছিলেন।

 

 

Source link

Back to top button