তরুণ রায়ান রাফসান ও অনিকের ব্যাটে বড় জয় শাইনপুকুরের

দলবদলের পালায় বড় ধরনের ক্ষতিগ্রস্ত হলেও জয় দিয়েই শুরু করলো শাইনপুকুর ক্রিকেট ক্লাব। আজ মঙ্গলবার বিকেএসপি ৪ নম্বর মাঠে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৭৭ রানে হারিয়ে এবারের প্রিমিয়ার লিগ যাত্রা শুরু করেছে শাইনপুকুর।
তারুণ্য নির্ভর দুই দলের লড়াইয়ে শাইনপুকুরের জয়ের নায়ক দুই তরুণ মিডল অর্ডার রায়ান রাফসান রহমান ও অনিক সরকার। তাদের দুজনার ‘বিগ ফিফটি’তে ২৯৮ রানের বড় পুঁজি পায় শাইনপুকুর।
অনিক সরকার ৩ নম্বরে নেমে প্রায় ১০০ স্ট্রাইকরেটে ৭৮ বলে (৪ ছক্কা ও ৫ বাউন্ডারি) ৭৭ রানের ইনিংস উপহার দেন। আর অধিনায়ক রাফসান রহমান করেন ঝোড়ো গতির ৮৭ রান ( ৮১ বলে ৭ বাউন্ডারি ও ৩ ছক্কায়)।
শেষ দিকে উইকেটকিপার সাব্বির ৩০ আর জুবায়ের ৩৯ রানের হার না মানা ইনিংস উপহার দিলে ৩০০‘র দোরগোড়ায় পৌঁছে যায় শাইনপুকুর।
পারটেক্সের পক্ষে বোলিং করে ঢাকা লিগে খরুচে বোলিংয়ের রেকর্ডধারীদের তালিকায় নাম উঠিয়েছেন অভিজ্ঞ মুক্তার আলী। এ মিডিয়াম পেসার ৯ ওভারে দিয়ে বসেন ৯৯ রান।
এর পর পারটেক্সের পক্ষে নাম লেখানো আরেক নামী তারকা সাব্বির রহমান রুম্মনও কিছু করতে পারেননি। দ্বিগুণের বেশী বলে ২০ রানে আউট হয়েছেন সাব্বির।
সংক্ষিপ্ত স্কোর
শাইনপুকুর: ৫০ ওভারে ২৯৮/৫ (রহমতউল্লঅহ আলী ১৩, মইনুল ইসলাম তন্ময় ২৩, অনিক সরকার ৭৭, রহিম ১৮, রায়ান রাফসান রহমান ৮৭, মিনহাজুল আবেদিন সাব্বির ৩০, জুবায়ের নটআউট ৩৯; মোহর শেখ ১/৪২, আলাউদ্দীন বাবু ১/৪২, শহিদুল ১/৪৩, মুক্তার আলী ১/৯৯, আহরার আমিন ১/১২)।
পারটেক্স স্পোর্টিং: ৪৯.৫ ওভারে ২২১/১০ (জয়রাজ শেখ ৭, জসিম ৩, রুবেল মিয়া ৪০, সাব্বির রহমান রুম্মন ২০, আহরার আমিন ২১, জাওয়াদ রাওয়ান ৪৬, মুক্তার আলী ২৪. নাইম ইসলাম জুনিয়র নটআউট ১৩, মোহর শেখ ১৭; রাফিউজ্জামান রাফি ৩/১৪, আল ফাহাদ ৩/৫০, রহিম আহমেদ ২/৩৫, আলী মোহাম্মদ ১/৩৮, শরিফুল ১/৪০)।
ফল: শাইনপুকুর ৭৭ রানে জয়ী।
এআরবি/এমএমআর/জেআইএম