তরুণ আলেম প্রজন্ম ২৪-এর কার্যকরী পরিষদ গঠন

২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশ দীর্ঘ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি লাভ করেছে। অভ্যুত্থানে সাধারণ ছাত্র সমাজের পাশাপাশি এই দেশের মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও আলেম সমাজও ব্যাপকভাবে অংশগ্রহণ করে আত্মত্যাগের মাধ্যমে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। হাজারখানেক আলেম-শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার পাশাপাশি প্রায় ৯০ জন আলেম ও মাদ্রাসা শিক্ষার্থী এই অভ্যুত্থানে শহীদ হয়েছেন।

 

অভ্যুত্থানে আলেম-শিক্ষার্থীদের অবদানকে সমুন্নত রাখতে অভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের সম্মিলিত প্রচেষ্টাকে বেগবান করতে গঠিত হয় জুলাই অভ্যুত্থানের অংশীদার আলেম-শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন তরুণ আলেম প্রজন্ম-২৪।

 

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংগঠনটি। নির্বাহী কমিটিতে এহসানুল হককে সভাপতি ও হুজাইফা ইবনে ওমরকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আর সাংগঠনিক সম্পাদক হয়েছেন জামিল সিদ্দিকী।

 

প্রাথমিকভাবে ৪৭ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদের মাধ্যমে ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে তরুণ আলেম প্রজন্ম-২৪। পরবর্তীতে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে একটি কার্যকরী পরিষদ গঠনের সিদ্ধান্ত নেয় নির্বাহী পরিষদ। নির্বাহী পরিষদের সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাবনা মুতাবেক তরুণ আলেম প্রজন্ম-২৪ এর নিম্নোক্ত কার্যকরী পরিষদ গঠিত হয়।

Source link

Exit mobile version