ঢাবিতে কুরআন প্রতিযোগিতার আয়োজন করে প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিয়মিত শিক্ষার্থীদের জন্য কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা। প্রশংসনীয় এই উদ্যোগ নিয়েছেন ঢাবি ছাত্রদল নেতা তানভীর বারী হামিম।
এটি আগামী ১৫ মার্চ, শনিবার অনুষ্ঠিত হবে, যা পবিত্র রমজান মাসে ১৪ রোজার দিন পড়বে। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত থাকবেন দেশের খ্যাতনামা ক্বারী ও হাফেজরা।
ফ্যাসিস্ট হাসিনার আমলে গত রমজানে ঢাবিতে কুরআন তেলাওয়াত বন্ধ করার ঘটনায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। সেই ঢাবিতে এবার কুরআন তেলাওয়াতের মতো মহতী উদ্যোগের প্রশংসা করেছেন নেটিজেনরা।
প্রতিযোগিতার বিষয়ে কমল মেডি এইড ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তানভীর বারী হামিম জানান, কুরআনের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি ও তাদের মধ্যে ইসলামের মূল্যবোধ সঞ্চারের জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা কুরআনের আলোতে জীবন গঠনে উৎসাহিত হবে।
প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৯ মার্চ, রবিবার (৮ম রোজা)।
ফেসবুক ব্যবহারকারী মাসুদুল আলম লিখেছেন, গত বছর ছাত্রলীগ ইফতার পার্টিতে যে জায়গায় বাধা দিয়েছে, সে জায়গায় এখন কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা। এরপরও যারা বলে আগেই ভালো ছিলাম, তাদের আল্লাহ হেদায়েত দিক।
মোঃ পারভেজ লিখেছেন, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। সত্যি এটা প্রশংসানীয়। ছাত্রদলকে ধন্যবাদ এমন সুন্দর একটি আয়োজনের উদ্যোগ নেওয়ার জন্য। হোক না ভালো কাজের প্রতিযোগিতা। ছাত্রদল ছাত্রশিবির ভালো কাজের প্রতিযোগিতা করাটাই শ্রেয় এটা ছাত্রদলের একটি ইতিবাচক দিক।
কাজী আহমেদ লিখেছেন, মাশাল্লাহ এভাবে ভালো কাজের উদ্যোগ আরও চাই,,,সুন্দর সুন্দর কাজের প্রতিযোগিতা হোক বেশি বেশি। ভালো কাজ অবশ্যই প্রশংসার যোগ্য। শুভ কামনা রইল। আল্লাহ সাহায্য করুন। কবুল করুন।
সম্প্রতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমল মেডি এইড ১৩টি হলের অংশগ্রহণে আন্তঃহল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে। এছাড়া কলাভবন ও সামাজিক বিজ্ঞান ভবন গার্লস কমনরুমে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন এবং শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য সেবা ক্যাম্প আয়োজন করেও ব্যাপক সাড়া ফেলেছে সংগঠনটি।