Facebook Bio Status

ডেভিল হান্টে মোহাম্মদপুরে নারীসহ গ্রেফতার ২৭


অপারেশন ডেভিল হ্যান্টের অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে নারীসহ ২৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানান মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান। গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে দ্রুত বিচার আইনে ৯ জন, ডিএমপির মামলায় ১ জন ও মাদক মামলায় ১৭ জনসহ মোট ২৭ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এসি মেহেদী হাসান।

গ্রেফতাররা হলেন- সোহাগ (২০), রাব্বি (২০), মেহেদী (২০), রাফিদুল অপু (২০), রিফাত (২০), সৌরভ (২০), জীবন (২৮), মেহেদী (২২), রফিক (৩৭), রাশেদ (৩২), মো. আলী (২০), আফজাল (২৮), ওয়াহিদ (২৮), তাহসিন (২৮), নাজিম (২২), ইয়াছিন (২০), শাকিল (২৫), মোহাম্মদ আলী (৩৫), সাফায়েত (২০), কেনন (২৫), নাইমুল (১৯), সিয়াম (১৯), নুর ইসলাম (১৯), হালিমা (২৬), রাবেয়া (২৫), জান্নাত (২০) ও লাকি (৩০)।

গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে হয়েছে বলেও জানান মেহেদী হাসান।

কেআর/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button